বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংগীতশিল্পীর বাদ্যযন্ত্রে আগুন দিল তালেবান

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২২ ১৫:৪৭

এবার সহনশীলভাবে দেশ চালানোর কথা বললেও পূর্বের কট্টর পন্থায়ই হাঁটতে দেখা গেছে তালেবানদের। এমনকি দোকানগুলোয় কাপড় সাজিয়ে রাখার ম্যানিকিনগুলোর মাথাও কেটে ফেলেছে তালেবানরা।

গত বছরের আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নতুন অনেক নিয়মকানুন দেশটির জনগণকে মানতে বাধ্য করছে। প্রকাশ্যে ও বিয়ের অনুষ্ঠানে গানবাজনা নিষিদ্ধ করেছে তারা। ইতোমধ্যে অনেক আফগান শিল্পী দেশ ছেড়ে চলে গেছেন।

এবার এক আফগান জ্যেষ্ঠ সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একজন সংগীতশিল্পীর সামনেই তার বাদ্যযন্ত্রে আগুন ধরিয়ে দিয়েছে তালেবান যোদ্ধারা।

সে সময় ওই স্থানীয় সংগীতশিল্পীর ক্রন্দনরত অবস্থা দেখে পাশেই দাঁড়িয়ে থাকা বন্দুকধারী তালেবান যোদ্ধাদের হাসতে দেখা গেছে।

আফগান সাংবাদিক আবদুল্লাহ ওমেরির বরাতে জানা যায়, আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের জাজারি আইউব জেলায় এ ঘটনা ঘটেছে।

এবার সহনশীলভাবে দেশ চালানোর কথা বললেও পূর্বের কট্টর পন্থায়ই হাঁটতে দেখা গেছে তালেবানদের। এমনকি দোকানগুলোয় কাপড় সাজিয়ে রাখার ম্যানিকিনগুলোর মাথাও কেটে ফেলেছে তালেবানরা।

এ ছাড়া নারীদের ওপরও দিয়েছে বিভিন্ন বিধিনিষেধ। মাহরাম ছাড়া তাদের দূরবর্তী ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। যানবাহন চালকদের বলে দেয়া হয়েছে, তারা যাতে বোরকা ছাড়া কোনো নারী যাত্রী না তোলেন।

তালেবানরা দেশটিতে ‘পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ’ নামের নতুন একটি মন্ত্রণালয় খুলেছে। এ মন্ত্রণালয়ের মাধ্যমেই তারা দেশটিতে বিভিন্ন বিধিনিষেধ জারি করছে।

এ বিভাগের আরো খবর