হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’আপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে জনগণকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাপানসহ কয়েকটি দেশ।
এবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টোঙ্গায় অগ্ন্যুৎপাতের জেরে জাপানে মৃদু সুনামি আঘাত হেনেছে।
জাপানের শিকোকু দ্বীপের দক্ষিণ উপকূলের কোচি প্রশাসনিক অঞ্চলে আঘাত হানা এই মৃদু সুনামিতে কিছু নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রোববার প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র থেকে সতর্কতা আরও জোরদার করা হয়েছে।
এর আগে সুনামি সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও জাপানে উপকূলীয় এলাকার লোকদের সরে যেতে বলা হয়েছে।
অগ্ন্যুৎপাতের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে কাছের দেশ ফিজি ও অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে। সতর্ক অবস্থায় রয়েছে নিউজিল্যান্ডও।
তবে এখন পর্যন্ত বড় আকারের সুনামি আঘাতের ঘটনা শুধু টোঙ্গাতেই ঘটেছে। তবে দেশটিতে সুনামিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।
সুনামি কিংবা আগ্নেয়গিরির ঘটনায় টোঙ্গাতে এখনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরড্রেন বলেছেন, দেশটির রাজধানীতে আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে। তবে পরিস্থিতি শান্ত ও স্থির রয়েছে।
জেসিন্ডা জানিয়েছেন, নিউজিল্যান্ড শিগগিরই ক্ষয়ক্ষতি নিরূপণে টোঙ্গাতে বিমান পাঠাবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনও টোঙ্গার পরিস্থিতিতে উদ্বেগ জানানোর পাশাপাশি বলেছেন, দেশটি সহায়তা পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে।
হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’আপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে টোঙ্গার উপকূলে সুনামির সৃষ্টি হয়। পরে এর শকওয়েভ ছড়িয়ে পড়ে পুরো প্রশান্ত মহাসাগরজুড়ে।