গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। তবে সেনা প্রত্যাহার হলেও সেখানকার ঘটনা দেশটির পিছু ছাড়ছে না। আফগান ঘটনার সঙ্গে সম্পর্কিত আফিয়া সিদ্দিকির মুক্তির দাবিতে এবার দেশটিতে ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) জিম্মি করার ঘটনা ঘটেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একজন ব্যক্তি দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি সিনাগগে কিছু মানুষকে জিম্মি করেছেন।
ধারণা করা হচ্ছে, কমপক্ষে ৪ জন ব্যক্তিকে জিম্মি করা হয়েছে, যাদের মধ্যে সিনাগগের রাবাইও রয়েছেন। তবে কর্তৃপক্ষ বিস্তারিত বলতে চাইছে না।
জিম্মিকারী সিনাগগের ভেতর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ স্ট্রিমিং করছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রে বন্দি পাকিস্তানি নিউরো বিজ্ঞানী আফিয়া সিদ্দিকিকে মুক্তি দিতে হবে। কর্তৃপক্ষ এখনও জিম্মিকারীকে শনাক্ত করতে পারেনি।
টেক্সাস পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে সিনাগগের আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে জিম্মি উদ্ধারের জন্য বিশেষায়িত পুলিশ বাহিনীর সোয়াট টিমকে মোতায়েন করা হয়েছে।
যার মুক্তির দাবিতে জিম্মিকারী এই কাণ্ড ঘটিয়েছেন। সেই আফিয়া সিদ্দিকি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাকে ৮৬ বছরের কারাদণ্ড দেয়। সে সময় ঘটনাটি পাকিস্তানে তুমুল আলোচনা ও আফিয়ার মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ-আন্দোলন হয়। তার সমর্থকদের দাবি, তিনি অবিচারের শিকার।
বর্তমানে টেক্সাসের কারাগারে আফিয়া সিদ্দিকি তার বন্দিজীবন কাটাচ্ছেন।