ভারতের পশ্চিমবঙ্গে চলমান কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তবে বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য সরকার।
শনিবার রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্নের পক্ষ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩ থেকে ১৫ জানুয়ারি বিধিনিষেধ জারি করা হয় রাজ্যটিতে।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে মেলা এবং বিয়েবাড়ির অনুষ্ঠানে কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
এখন বিয়েবাড়িতে সর্বোচ্চ ২০০ জন যেতে পারবেন, যা আগে ছিল সর্বোচ্চ ৫০ জন।
এ ছাড়া করোনা বিধি মেনে খোলা জায়গায় মেলার অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে মেলায় কোভিড বিধি মানা হচ্ছে কি না, সেদিকে নজর রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান আগের মতো বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সরকারি-বেসরকারি অফিস আগের মতো অর্ধেক কর্মী নিয়ে চলবে। অর্ধেক যাত্রী নিয়ে রাত ১০টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা থাকবে বার, রেস্তোরাঁ, সিনেমা হল, শপিংমল, সেলুন ও বিউটি পার্লার।
রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাতের কারফিউ জারি থাকছে। মাস্ক ছাড়া বাইরে বের হলে নেয়া হবে আইনি ব্যবস্থা।