গত আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর বিদেশি দাতা সংস্থাগুলো দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নেয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৯ বিলিয়ন ডলার আটকে দেয়। রাতারাতি দেশটির অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে থাকে। ফলে দেশটির অধিকাংশ কর্মকর্তাদের বেতন দিতে সক্ষম হয়নি তালেবান সরকার।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এবার প্রায় চার মাস ধরে বেতন না পাওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এক আফগান রাষ্ট্রদূত।
আগস্ট থেকে কাবুল হতে বেতন না আসায় চীনে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত জাভেদ আহমেদ কায়েম জানুয়ারির শুরুর দিকেই তার পদ ছেড়ে দিয়েছেন।
জানুয়ারির ১ তারিখে হস্তান্তরকৃত পত্রে এবং টুইটার পোস্টে তিনি জানান, বেতন না পেয়ে অনেক আফগান কূটনীতিক ইতিমধ্যে চাকরি ছেড়ে চলে গেছেন। তার দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি বলেন, ব্যক্তিগত ও পেশাগত অনেক কারণেই তিনি চাকরি ছেড়েছেন। তিনি সেগুলো নিয়ে কথা বলতে চান না।
কায়েম তার পত্রে আরও উল্লেখ করেন, তার স্থলাভিষিক্ত হবেন ‘সাদাত’ নামের একজন ব্যক্তি।
তবে কায়েমের পর কে দায়িত্ব পালন করবেন, সেই বিষয়ে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি।
চীনের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ওয়েন উইনবিন বলেছেন, কায়েম ইতিমধ্যে চীন ছেড়ে চলে গেছেন। তবে তিনি কখন ও কোথায় গেছেন তা বিস্তারিত জানাননি।
আফগানিস্তানের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে। তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে চীন দেশটিকে সহায়তা করে আসছে।