ব্রাজিলের একটি হ্রদের ধারে খাড়া পাহাড়ের লম্বাকৃতি শিলাখণ্ড ধসে পর্যটকবাহী কয়েকটি নৌযানের ওপর পড়ে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। এ ঘটনায় তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জিরাইস প্রদেশে টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের পর পাহাড়ধসের ওই ঘটনা ঘটে।
রোববার সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রচারিত ভিডিওতে দেখা যায়, যখন লম্বাকৃতির শিলাখণ্ড খাড়া পাহাড় থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদে আচড়ে পড়ছিল, তখন অনেকে নৌযানের চালকদের সতর্ক করার চেষ্টা করছিলেন।
শিলাখণ্ডটি তিনটি নৌযানে আঘাত করলে মুহূর্তের মধ্যে ডুবে যায়। তবে পর্যটকবাহী কয়েকটি নৌযান অল্পের জন্য রক্ষা পায়। শিলাখণ্ডের আঘাতে হ্রদে সুউচ্চ ঢেউ সৃষ্টি হয়।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা লেফটেন্যান্ট পেদ্রো আইহারা জানান, মিনাস জিরাইস রাজ্যে স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় এ দুর্ঘটনার আগে সেখানে কয়েক দিন টানা বৃষ্টি হয়েছিল। ভারী বৃষ্টির কারণে পাহাড়ের খাড়া খণ্ডগুলো ধসের ঝুঁকিতে পড়ে।
তিনি আরও জানান, ধসে পড়া শিলাখণ্ড হ্রদের অন্তত তিনটি নৌযানে আঘাত করে। আহত ৩২ জনের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
কেউ জীবিত আছেন কি না, তা অনুসন্ধানে ডুবুরিদের উদ্ধার অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ২০ জন নিখোঁজ হওয়ার কথা বলা হলেও লেফটেন্যান্ট আইহারা বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির তালিকা যাচাই-বাছাই করার পর নিখোঁজ ব্যক্তিদের নতুন হিসাব দেয়া হবে।