বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ হচ্ছে ‘নরকের দরজা’

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ০১:২৮

টেলিভিশনে দেয়া ভাষণে তুর্কমেনিস্তান প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বলেন, ‘আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি, যা দিয়ে অনেক মুনাফা অর্জন করা যেত। এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা যেত। কীভাবে আগুন নেভানো যায়, সে উপায় সংশ্লিষ্টরা বের করুন।’  

বন্ধ হয়ে যাচ্ছে নরকের দরজাখ্যাত ‘গেটওয়ে টু হেল’। এই মরু গর্তের আগুন নিভিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তুর্কমেনিস্তান সরকার।

দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ জানিয়েছেন, পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর ছেপেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কমেনিস্তান সরকার গ্যাস রপ্তানি বাড়াতে চাইছে। সে লক্ষ্যে মূলত আগুন নিভিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বলেন, ‘আমরা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছি, যা দিয়ে অনেক মুনাফা অর্জন করা যেত। এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা যেত। কীভাবে আগুন নেভানো যায়, সে উপায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বের করুন।’

মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির দরওয়াজা শহরের প্রাকৃতিক গ্যাসক্ষেত্রটি দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এই গর্তের অগ্নিমুখের ব্যাস ৬৯ মিটার, গভীরতা ৩০ মিটার।

তুর্কমেনিস্তানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র এটি। ছবি: এএফপি

ভূতত্ত্ববিদরা মিথেন গ্যাসের পরিমাণ কমিয়ে আনতে মুখটিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন ১৯৭১ সালে। সেই থেকে জ্বলছে। আর এ কারণে এটিকে বলা হয় নরকের দরজা।

কারাকুম মরুভূমির এই গর্তের সৃষ্টি নিয়ে নানা মিথ প্রচলিত আছে। অনেকে মনে করেন, ১৯৭১ সালে সোভিয়েতদের একটি খননকাজের সময় এটির সৃষ্টি হয়েছিল।

কিন্তু কানাডার অনুসন্ধানকারী জর্জ কৌরোনিস ২০১৩ সালে গর্তের গভীরতা পরীক্ষা করেন। জানান, কীভাবে এই গর্ত সৃষ্টি হয়েছে তা কেউ জানেন না। যদিও তুর্কমেন ভূতত্ত্ববিদদের মতে, ১৯৬০-এর দশকে এই গর্তের সৃষ্টি।

আগেও বেশ কয়েক দফায় এই গর্তের আগুন নেভানোর উদ্যোগ নেয়া হয়েছিল। ২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বেরদিমুখামেদভ আগুন নেভানোর উপায় বের করতে বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছিলেন।

২০১৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে এটির নাম দেন ‘শাইনিং অব কারাকুম’।

এ বিভাগের আরো খবর