বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাঁচা বাদামের পর ভারত মেতেছে মাসাদুলের মালায়লাম গানে

  •    
  • ৮ জানুয়ারি, ২০২২ ১১:৪১

মাসাদুল বলেন, ‘কেরালায় কাজ করতে গিয়ে দেখি, সব থেকে বড় অসুবিধা ভাষা। তাই বই কিনে ভাষা শিখি। সড়গড় হতে স্থানীয় বন্ধুদের সঙ্গে মালায়ালাম ভাষায় কথা বলি। মালায়ালাম ভাষায় গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। আর সেটা ভাইরাল হয়।’

২০২১ বছরের শেষ সময়ে ভাইরাল হওয়া বাংলা গান কাঁচা বাদাম দিয়ে ভারতের বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর আসেন আলোচনায়। পেশায় বাদাম বিক্রেতা ভুবনের সুরের খেলায় মেতেছিল বিশ্বের বাংলা ভাষাভাষিরা।

এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মালায়ালাম ভাষায় গান গেয়ে ভাইরাল হয়েছেন পরিযায়ী শ্রমিক মাসাদুল শেখ। বাঙালি ছেলের গাওয়া মালয়ালি গান এখন গোটা ভারত মাতাচ্ছে। দেখা যাচ্ছে কেরালার জনপ্রিয় টিভি শোতেও।

ছোটবেলা থেকে ভালোবেসে গান করেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ডোমকলের দাসের চকের বাসিন্দা মাসাদুল শেখ। দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর কলেজে ভর্তি হয়েছিলেন। কিন্তু অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দিয়ে গ্রামের অন্যদের সঙ্গে কেরালায় শ্রমিকের কাজে যেতে বাধ্য হন।

সেখানে গিয়ে শত কাজের মধ্যেও নিজের ভালোবাসা গান ছেড়ে দেননি মাসাদুল। সময় সুযোগ পেলে নিজের মতো করে গান করেন। তার কোনো প্রথাগত তালিম না থাকলেও ভালোবেসে গান করেন তিনি।

কেরালায় গিয়ে তার মালায়ালাম ভাষায় গান গাওয়ার ইচ্ছে হলে বই কিনে স্থানীয় ভাষা শিখতে শুরু করেন।

মাসাদুল বলেন, ‘কেরালায় কাজ করতে গিয়ে দেখি, সব থেকে বড় অসুবিধা ভাষা। তাই বই কিনে ভাষা শিখি। সড়গড় হতে স্থানীয় বন্ধুদের সঙ্গে মালায়ালাম ভাষায় কথা বলি। মালায়ালাম ভাষায় গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। আর সেটা ভাইরাল হয়।’

ইতোমধ্যে মুর্শিদাবাদের মাসাদুল শেখ কেরালার বিখ্যাত বিনোদন চ্যানেল ফ্লাওয়ার টিভিতে ডাক পেয়েছেন। সেখানে দক্ষিণের বিখ্যাত অভিনেতা পাকরু, প্রজোদ এবং সাজুর সামনে মালয়ালি গান গেয়ে শোনান।

তার গান শুনে মুগ্ধ, দক্ষিণের জনপ্রিয় নায়িকা অনুষ্ঠানের উপস্থাপিকা রচনা মাসাদুলের পিঠ চাপড়ে দেন।

প্রতিযোগিতামূলক সে রিয়েলিটি শোতে মাসাদুল দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। এখন জোরকদমে চলছে তারই প্রস্তুতি।

মাসাদুল এখন মুর্শিদাবাদ জেলার নতুন সোশ্যাল মিডিয়া সেনসেশন। অভাবের সংসারে রয়েছে বাবা-মা, তিন বোন, দুই ভাই, স্ত্রী, ছোট ছেলে। সবাই মাসাদুলের এই সাফল্যে ব্যাপক খুশি, গর্বিত।

ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম বলেন, ‘প্রতিভা কেউ কখনো আটকে রাখতে পারে না। আমার এলাকার মাসাদুল তা আরও একবার প্রমাণ করল। ওর পরিবারের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছি। মাসাদুল ফিরলে বড় অনুষ্ঠান হবে।’

এ বিভাগের আরো খবর