বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অর্থডক্সদের বড়দিন আজ

  •    
  • ৭ জানুয়ারি, ২০২২ ১৮:৪৩

লাস ভেগাস সানের খবরে বলা হয়েছে, কড়াকড়ির মধ্যে চার্চগুলোয় মাস্ক ছাড়া ভিড় করছেন অনেকে। যারা মাস্ক পরে আসছেন, চার্চে তাদের দেখা গেছে মাস্ক খুলে রাখতে। মস্কোর বাইরে মাস্ক ছাড়া অবস্থায় দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

করোনার স্বাস্থ্যবিধি মেনে বড়দিন উদযাপন করছেন অর্থডক্স খ্রিষ্টানরা। রাশিয়া, সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশে জাঁকজমকভাবে দিনটি পালন হচ্ছে।

অর্থডক্সরা জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করেন। প্রাচীন এই ক্যালেন্ডারের ২৫ ডিসেম্বর হয় জর্জিয়ান ক্যালেন্ডারের ৭ জানুয়ারিতে। তাই এদিন তারা বড়দিন উদযাপন করেন।

দিনটি ঘিরে অর্থডক্স চার্চগুলো রঙিন আলোয় সাজানো হয়েছে। সামাজিক দূরত্ব নেমে প্রার্থনায় অংশ নিচ্ছেন অর্থডক্সরা।

রাশিয়ান অর্থডক্স চার্চ কর্তৃপক্ষ বলছে, মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক দূরত্ব মানায়ও ছাড় দেয়া হচ্ছে না।

লাস ভেগাস সানের খবরে বলা হয়েছে, কড়াকড়ির মধ্যে চার্চগুলোয় মাস্ক ছাড়া ভিড় করছেন অনেকে। যারা মাস্ক পরে আসছেন, চার্চে তাদের দেখা গেছে মাস্ক খুলে রাখতে। মস্কোর বাইরে মাস্ক ছাড়া অবস্থায় দেখা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

সার্বিয়ার বেলগ্রেডে সেন্ট সাভা টেম্পলে সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থীকে জড় হতে দেখা গেছে। মধ্যরাত পর্যন্ত নানা আয়োজন রেখেছে চার্চ কর্তৃপক্ষ। এক শুভেচ্ছা বার্তায় চার্চের প্রধান করোনায় আক্রান্তদের দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেন।

রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল কাজাখস্তানে বড়দিন উদযাপন করতে পারেননি অর্থডক্সরা। দেশব্যাপী জরুরি অবস্থা থাকায় বন্ধ রাখা হয়েছে সব আয়োজন। ঘরে থেকে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন তারা।

এ বিভাগের আরো খবর