গত আগস্টে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ নামের নতুন একটি মন্ত্রণালয় গঠন করেছে। দেশটিতে শরিয়ার ভিত্তিতে ধর্মীয় বিধিবিধান বাস্তবায়নে কাজ করাই মন্ত্রণালয়টির উদ্দেশ্য।
ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় থেকে দোকানের সামনে রাখা পুতুলের (ম্যানিকিন) মাথা কেটে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশনার পর অনেক পোশাক ব্যবসায়ী তাদের দোকানের সামনে রাখা পুতুলের মাথা স্কার্ফ দিয়ে ঢেকে দিয়েছিল।
তবে পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রধান আজিজ রহমান জানিয়েছেন, স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখা যথেষ্ট নয়। এটি কেটে ফেলতে হবে। কারণ এটি শরিয়া আইনের পরিপন্থি।
এ ছাড়াও তিনি বলেন, এ ধরনের পুতুল যদি তারা ঢেকেও রাখে, তাহলে সে ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বাড়িতে রহমতের ফেরেশতারা আসবে না।
দেশটির ৬ লাখের মতো পোশাকবিক্রেতা এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বশির আহমেদ নামের এক পোশাকবিক্রেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দেখতেই পাচ্ছেন আমরা ম্যানিকিনগুলোর মাথা কেটে ফেলেছি। এই রকম প্রত্যেকটি পুতুলের দাম ৫ হাজার আফগানি (প্রায় ৫০ ডলার)।’
তিনি আরও বলেন, ‘যদি কোনো ম্যানিকুইনই না থাকে, তাহলে কাপড় বিক্রি হবে কী করে? ক্রেতারা তো ম্যানিকুইনে থাকা পোশাকই পছন্দ করেন।’
এ ছাড়া তালেবানরা আফগান নাগরিকদের পশ্চিমা পোশাক পরিধানে নিরুৎসাহিত করছে। মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষা বন্ধ করে দেয়া হয়েছে। চিকিৎসা খাত ছাড়া প্রায় সব ক্ষেত্রে নারীদের কর্মক্ষেত্রে আসতে নিষেধ করে দেয়া হয়েছে।
এমনকি নারীরা একা দূরে কোথাও যেতে পারবে না। দীর্ঘযাত্রায় তার সঙ্গে অবশ্যই একজন পুরুষ সঙ্গী থাকা লাগবে। তারা গানবাজনার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।