যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে ৮ জন শিশু রয়েছে।
ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকালবেলা ফিলাডেলফিয়া হাউজিং সোসাইটির মালিকানাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।
প্রায় ঘণ্টাখানেক আগুনের পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো ভবন তল্লাশির পর মৃতের সংখ্যা বাড়তে পারে।
ফিলাডেলফিয়ার অগ্নিনির্বাপণ বিভাগের ফার্স্ট ডেপুটি কমিশনার ক্রেইগ মার্ফি জানিয়েছেন, আগুন লাগার পর ৮ জন ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। চিকিৎসার জন্য একজন শিশু ও এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।