ভারতে ‘বুল্লি বাই’ নামে একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে মুসলিম নারীদের ছবি আপলোড করে তাদের নিলামে বিক্রির চেষ্টার পর এবার ফেসবুক ও টেলিগ্রামে একই কায়দায় হেনস্তার শিকার হচ্ছেন হিন্দু নারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আপলোড করা হচ্ছে তাদের আপত্তিকর ছবি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর নজরে আনা হলে টেলিগ্রাম চ্যানেলটি ব্লক করে দেয়া হয়।
মন্ত্রী বলেন, ‘ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ২০২১ সালের জুনে তৈরি হওয়া টেলিগ্রামে ওই আইডিটি ব্লক করে দেয়া হয়েছে। এই চ্যানেলে হিন্দু নারীদের আপত্তিকর ছবি আপলোড করা হতো। এতে তারা বিব্রতকর পরিস্থিতে পড়তেন। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ।’
এদিকে ‘বুল্লি বাই’ অ্যাপের মাধ্যমে মুসলিম নারীদের ছবি আপলোড করে তাদের বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেঙ্গালুরু থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশাল কুমার ও উত্তরাখণ্ড থেকে শ্বেতা সিংকে আটকের পর বুধবার আটক হন উত্তরাখণ্ডের আরেক যুবক মায়াংক রাওয়াত।
মুম্বাই পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর ছেপেছে। তারা জানিয়েছে, সন্দেহভাজন ২১ বছরের বিশাল ও ১৮ বছরের তরুণীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরও গ্রেপ্তার হবেন।
মুম্বাই পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে বলেন, ‘কারা এই অ্যাপ তৈরি করেছে, তাদের উদ্দেশ্য কী- এসব এখনও পরিষ্কার না।’
বিবিসিকে মহারাষ্ট্রের কনিষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী সতেজ প্যাটেল বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
দীর্ঘদিন অনলাইনে মুসলিম নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ছবি তাদের অনুমতি ছাড়া ‘বুল্লি বাই’ (bulli bai) নামে এক অ্যাপে আপলোড করে আসছিল চক্রটি। ছবির পাশে লেখা থাকে, ‘নিলামে বিক্রির জন্য।’
ভারতে নিলামে নারীদের বিক্রির চেষ্টার ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের জুলাইয়ে ‘সুল্লি ডিলস’ (Sulli Deals) নামে একটি অ্যাপ ও ওয়েবসাইট খুলে ৮০ জনের বেশি মুসলিম নারীর ছবি আপলোড করা হয়েছিল। ছবির সঙ্গে লেখা থাকে ‘ডিলস অফ দ্য ডে’। ব্যবসায়িক পরিভাষায় কোনো একটি নির্দিষ্ট দিনে নির্ধারিত দামে সেরা অফারকে বলা হয় ‘ডিলস অফ দ্য ডে’ (deals of the day)।