বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাসের ওমিক্রন ও ডেল্টার ধরনের তাণ্ডব। ভারতেও কোভিড-১৯-এর তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। দেশব্যাপী করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী থাকার কারণে সামাজিক মেলামেশার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপে কঠোর হচ্ছে দেশটির সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজন ছাড়া কারফিউ চলাকালীন কেউ বের হতে পারবে না।
প্রতি সপ্তাহে শুক্রবার রাত থেকে শুরু হওয়া কারফিউ সোমবার সকাল পর্যন্ত চলবে। শহরের জীম, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
দিল্লির সরকারি অফিসের কর্মীদের বাসায় থেকে কাজ করতে এবং বেসরকারি অফিসগুলো ৫০ শতাংশ জনবল দিয়ে চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিল।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির বেশির ভাগ হাসপাতালের ডাক্তার ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে।
এদিকে মুম্বাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, যদি দৈনিক সংক্রমণ ২০ হাজারের ওপর চলে যায়, তবে নগর কর্তৃপক্ষ শহরজুড়ে লকডাউন দেবে। মঙ্গলবারে মুম্বাইতে প্রায় ১০ হাজার ৮৬০ জনের করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। সোমবারের তুলনায় এই আক্রান্তের সংখ্যা ৩৪.৩৭ শতাংশ বেশি।
পর্যটন শহর গোয়াতেও বেড়েছে সংক্রমণ। সোমবার ৩৮৮ জন নতুন শনাক্ত পাওয়ার পরই কর্তৃপক্ষ রাতে কারফিউ জারি করেছে।
জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ। মারা গেছে ৪ লাখ ৮২ হাজার জন।