ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের সশস্ত্র বাহিনী রোববার জানিয়েছে, নববর্ষের উৎসব উদযাপনের সময় মধ্যরাতে গাজা থেকে জঙ্গিগোষ্ঠী হামাসের ছোড়া রকেট হামলার প্রতিক্রিয়ায় শনিবার এ হামলা চালায় তেল আবিব।
তেল আবিব জানায়, শনিবার রাতে হামাসের একটি চেকপোস্ট ও কারখানায় রকেট হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলে হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাসের ছোড়া দুটি রকেট ভূমধ্যসাগরে সাগরে গিয়ে পড়ে। রকেটের লক্ষ্যস্থল ইসরায়েলের ভূখণ্ড ছিল কি না নিশ্চিত হওয়া যায়নি। হামাস মাঝেমধ্যেই সাগরে রকেট পরীক্ষা করে।
হামাসের রকেট হামলায় কেউ আহত হয়নি। এমনকি ইসরায়েলের কোনো শহরে সতর্কতামূলক সাইরেন বাজেনি। ইসরায়েলের রকেট প্রতিরোধী আয়রন ডোম সিস্টেমকেও চালু করা হয়নি।