বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পারমাণবিক স্থাপনা ও বন্দিদের তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের

  •    
  • ১ জানুয়ারি, ২০২২ ২০:৪৪

১৯৯২ সাল থেকে তালিকা বিনিময়ের এই অনুশীলন অব্যাহত রয়েছে। কাশ্মীর ইস্যু এবং আন্তসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েনের মধ্যেও তালিকার বিনিময় হয়েছিল।

পারমাণবিক স্থাপনা ও বন্দিদের তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান।

শনিবার একটি বার্ষিক অনুষ্ঠানের অংশ হিসেবে দুই দেশ এই তালিকা বিনিময় করে বলে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিৃবতিতে বলা হয়েছে।

তালিকা বিনিময়ের শর্ত হলো- শত্রুতা বৃদ্ধির ক্ষেত্রে কেউ কাউকে আক্রমণ করতে পারবে না।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধির কাছে দেশটির পারমাণবিক স্থাপনা ও সুবিধার তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

একইভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে তাদের পারমাণবিক স্থাপনা ও সুযোগ-সুবিধার তালিকা পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিকে বেলা ১১টার দিকে হস্তান্তর করেছে।

১৯৮৮ সালে স্বাক্ষরিত এবং ১৯৯১ সালে অনুমোদিত পারমাণবিক স্থাপনা ও সুবিধাগুলোর তালিকা বিনিময় চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তান উভয় দেশকে পরমাণু স্থাপনা সম্পর্কে একে অন্যকে জানাতে হবে।

১৯৯২ সাল থেকে তালিকা বিনিময়ের এই অনুশীলন অব্যাহত রয়েছে। কাশ্মীর ইস্যু এবং আন্তসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপড়েনের মধ্যেও তালিকার বিনিময় হয়েছিল।

এবার পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সঙ্গে পাকিস্তানে ৬২৮ জন ভারতীয় বন্দির তালিকা বিনিময় করেছে, যার মধ্যে ৫১ জন বেসামরিক এবং ৫৭৭ জন জেলে রয়েছেন।

এ ছাড়া ভারত সরকার নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের সঙ্গে ২৮২ জন বেসামরিক এবং ৭৩ জন জেলেসহ ভারতে ৩৫৫ জন পাকিস্তানি বন্দির তালিকা বিনিময় করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০০৮ সালের ২১ মে স্বাক্ষরিত পাকিস্তান ও ভারতের মধ্যে চুক্তির অধীনে উভয় দেশকে বছরে দুবার, ১ জানুয়ারি এবং ১ জুলাই একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় করতে হবে।’

এ বিভাগের আরো খবর