হাজারও মানুষ এই বড়দিনে বিস্ময়ে হতবাক হয়ে গেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে কোটি কোটি টাকা।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক এমনটাই ঘটেছে ইউরোপের সান্টান্ডার ব্যাংকের গ্রাহকদের।
বড়দিন উপলক্ষে একটি প্রতিষ্ঠানে কর্মরত দুই হাজার গ্রাহকের অ্যাকাউন্টে বড়দিনের উপহার পাঠাতে গিয়ে কারিগরি ত্রুটির কারণে ভুলবশত ১ হাজার ৪৪৫ কোটি টাকা (১৭৬ মিলিয়ন ডলার) পাঠিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন গ্রাহকরা বাড়তি টাকা ফেরত দিতে চাইছে না। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রাহকদের থেকে টাকা ফেরত আনতে।
ব্রিটেনের আইন বলছে, যদি ব্যাংক কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ভুলবশত টাকা পাঠিয়ে দেয়। তবে ব্যাংক সেই টাকা ফেরত নিতে পারবে। যদি গ্রাহক তা ফেরত দিতে অস্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া যাবে।