ভারতশাসিত কাশ্মীরে বৈষ্ণদেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৪ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
কর্তৃপক্ষ জানিয়েছে, খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম দিনে মন্দিরটিতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুণ্যার্থী ছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নতুন বছর যাতে ভালো যায়, সে জন্য অনেকে একসঙ্গে বৈষ্ণদেবীকে প্রণাম জানাতে যাচ্ছিল। পুণ্যার্থীরা অনুমতি ছাড়াই দলে দলে মন্দিরের সরু পথ দিয়ে ঢুকতে থাকে। একপর্যায়ে পুণ্যার্থীদের চাপে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈষ্ণব মন্দিরের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে বরাদ্দ দেয়া হয়েছে। আহত প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি বরাদ্দ দেয়া হয়েছে।
আহত পুণ্যার্থীদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।