বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানুষের মতো দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল!

  •    
  • ৩১ ডিসেম্বর, ২০২১ ২২:০২

গঙ্গাপুর গ্রামে গত ২৭ আগস্ট জন্ম হয় বাচ্চাটির। বাচ্চাটির মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। চার পায়ের জায়গায় দুটি পা। শরীরে ছিল না লোম। লেজহীন বাচ্চাটির কান দুটো কেবল মায়ের মতো।

ভারতের আসামে মানুষের চেহারার মতো দেখতে একটি বাচ্চার জন্ম দিয়েছে ছাগল। বাচ্চাটির মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। চার পায়ের জায়গায় বাচ্চাটির দুটি পা। শরীরে ছিল না লোম। লেজহীন বাচ্চাটির কান দুটো কেবল মায়ের মতো।

দ্য টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গঙ্গাপুর গ্রামে গত ২৭ আগস্ট জন্ম হয় বাচ্চাটির। এটিকে দেখে প্রথমে ভড়কে গিয়েছিলেন বলে জানান ছাগলের মালিক শঙ্কর দাস।

তিনি বলেন, ‘এমন বাচ্চার জন্মের খবরে প্রতিবেশীরা এটিকে দেখতে বাড়িতে ছুটে আসে। মানুষের বাচ্চার মতো চেহারা দেখে সবাই হতবাক হয়ে গিয়েছিল। খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে ছুটে আসে অনেক মানুষ।’

তবে ছাগলের সেই বাচ্চাটি বেঁচে ছিল কিছুক্ষণ। স্থানীয় পশু চিকিৎসকদের মতে, পরিপুষ্ট ও স্বাভাবিকভাবে বৃদ্ধি না পাওয়ায় এটি দেখতে এমন অদ্ভুত ছিল।

এ বিভাগের আরো খবর