বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাবেক সেনাদের হত্যার প্রতিবাদে রাস্তায় আফগান নারীরা

  •    
  • ২৯ ডিসেম্বর, ২০২১ ০৯:৫৫

আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘের প্রতিবেদনে অভিযোগ করা হয়, তালেবানরা ক্ষমতা গ্রহণের পর ১০০ জনের বেশি মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে।

সাবেক সেনা ও পূর্বের আফগান সরকারে কর্মরতদের হত্যার অভিযোগ এনে এবার তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আফগান নারীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার রাজধানী কাবুলের কেন্দ্রে একটি মসজিদের কাছে ৩০ জন নারী জড়ো হন। পরবর্তিতে তারা কয়েকশো মিটার হেটে যায়। এ সময় তারা ‘বিচার চাই, বিচার চাই’ শ্লোগান দিতে থাকে। তালেবান যোদ্ধারা তাদের পদযাত্রাকে থামিয়ে দেয়।

তালেবানরা সাংবাদিকদেরও পদযাত্রার সংবাদ প্রচারে বাঁধা প্রদান করে। কয়েকজন সাংবাদিকের ক্যামেরা জব্দ করে তারা। সেখান থেকে নারীদের পদযাত্রার ছবি মুছে দিয়ে ক্যামেরা ফেরত দিয়ে দেয়া হয়।

এই প্রতিবাদি পদযাত্রা এমন সময় হল, যখন আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘের প্রতিবেদনে অভিযোগ করা হয়, তালেবানরা ক্ষমতা গ্রহণের পর ১০০ জনের বেশি মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে।

তালেবান কর্তৃপক্ষ দেশটিতে সবধরনের প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করে। এরপর থেকেই যেকোন প্রতিবাদ সমাবেশ ভন্ডুল করতে তারা হস্তক্ষেপ করছে। সাংবাদিকদেরও এ ধরনের সংবাদ সংগ্রহে বাঁধা দিয়ে আসছে।

‘দেশটির সাবেক সেনা ও তরূণদের রহস্যজনক হত্যা’র প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পদযাত্রায় অংশগ্রহণের জন্য আহ্বান করা কয়।

শুধু বিচারবহির্ভূত হত্যাকান্ডই নয়। নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদও করেন পদযাত্রায় অংশগ্রহনকারী নারীরা।

এ বিভাগের আরো খবর