বৈশ্বিক বিনিময় মাধ্যমে যুক্ত হতে ও পাকিস্তানের স্থানীয় বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি চালু করতে আগ্রহী পাকিস্তান মার্কেন্টাইল এক্সচেঞ্জ (পিম্যাক্স)।
ডনকে দেয়া সাক্ষাৎকারে পিম্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক এজাজ আলী বলেন, ‘ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০১৮ সালে নেয়া কেন্দ্রীয় মুদ্রা তহবিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কারণ ইতিমধ্যে বিনিয়োগের মাধ্যম হিসেবে বৈশ্বিক স্বীকৃতি পাচ্ছে ক্রিপ্টোকারেন্সি।
এটি শুধু সময়ের ব্যাপার। আপনি কীভাবে এমন একটি মাধ্যম থেকে দূরে থাকতে পারেন যা পুরো বিশ্ব দ্রুত গ্রহণ করছে।‘
ক্রিপ্টোকারেন্সি বিনিময় পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। দেশটির মুদ্রা তহবিল ২০১৮ সালে এটিকে নিষিদ্ধ করে।
যদিও চেইন অ্যানালাইসিস গ্লোবালের দেয়া তথ্য মতে, গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্স অনুসারে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম।
পাকিস্তান মার্কেন্টাইল এক্সচেঞ্জ (পিম্যাক্স) হলো পাকিস্তানের বিনিয়োগকারীদের জন্য একটি প্ল্যাটফর্ম। যেখানে স্থানীয়রা সোনা, রূপা, তেল এবং গ্যাস থেকে তামা, প্যালাডিয়াম এবং এমনকি গ্লোবাল স্টক এক্সচেঞ্জের সূচক পর্যন্ত কেনাবেচা করতে পারে। প্রায় ২৫ হাজার বিনিয়োগকারী এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। সংস্থাটির প্রধান কার্যালয় করাচিতে। পাকিস্তানের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা এটি নিয়ন্ত্রিত।
ক্রিপ্টোকারেন্সি কী
ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল কারেন্সি বা মুদ্রা। সরকার বা রাষ্ট্র এটি উৎপাদন করে না বা জোগান দেয় না। ব্লকচেইন প্রযুক্তিতে মাইনিংয়ের মাধ্যমে এটি উৎপাদিত হয়। শা২৫৬ ক্রিপ্টো দ্বারা প্রতিটি ব্লক একটি অপরটির সঙ্গে যুক্ত থাকায়, এই মুদ্রা জাল করা প্রায় অসম্ভব। বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েনের মতো বহু ক্রিপ্টোকারেন্সি এখন বাজারে রয়েছে।