বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কেএফসির বক্সে মুরগির অপরিষ্কার মাথা

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২১ ১২:৩১

যুক্তরাজ্যের এক নারী বিখ্যাত ফাস্টফুড চেইন কেএফসির হট উইংসের বাকেটে মুরগির আস্ত মাথা পেয়েছেন। সেই মাথা আবার ভেজে দেয়া হয়েছে পালক, চোখ সব সহই।

চিকেন ফ্রাই পছন্দ করেন না এমন মানুষ পাওয়াই যায় না। যে কোনো উৎসবে, বন্ধুবান্ধবের জন্মদিনে কিংবা হালকা নাশতাতেও চিকেন ফ্রাই তো থাকবেই। সেই চিকেন ফ্রাই খেতে গিয়েই বিড়ম্বনায় পড়েন যুক্তরাজ্যের এক নারী।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে জানা যায়, গ্যাব্রিয়েল নামের এক নারী বিখ্যাত ফাস্টফুড চেইন কেন্টাকি ফ্রায়েড চিকেনের (কেএফসি) হট উইংসের বাকেটে মুরগির আস্ত মাথা পেয়েছেন।

সেই মাথা আবার ভেজে দেয়া হয়েছে পালক-চোখ সব সহই। এসব দেখে আর খেতে পারেননি গ্যাব্রিয়েল। পুরো খাবারটাই ফেলে দিতে হয়েছে তাকে।

মুরগির মাথার সেই ছবি ‘টেকস ওয়ে ট্রমা’ নামের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দেয়া হলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ফলে কেএফসির বিপক্ষে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

সমালোচনার জেরে কেএফসি জানায়, এমন ঘটনা পুনরায় যাতে না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকবে তারা।

গ্যাব্রিয়েলের সঙ্গে যোগাযোগ করেছে কেএফসি। সে যাতে পুনরায় কেএফসির ওপর আস্থা পায়, তাই তার পরিবারসহ তাকে কেএফসিতে তাদের কাজ দেখার দাওয়াত দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর