করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগের ধরণ হিসেবে আখায়িত করেছিল। এবার সারাবিশ্বে দ্রুত ছড়িয়ে যাওয়া এ ধরনে প্রথম মৃত্যু দেখল জার্মানি।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে জানা যায়, জার্মানিতে ওমিক্রনে আক্রান্ত হয়ে এই প্রথম একজন মারা গিয়েছেন।
রবার্ট কোচ হেলথ ইন্সটিটিউট জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির বয়স ৬০ থেকে ৭০ ভেতরে।
এ পর্যন্ত দেশটিতে ৩১৭৮ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে জার্মানিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ৫৪ হাজার ৫৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৬৩৬ জন।
ওমিক্রন ধরণ ছড়িয়ে পড়ার কারণে ইতিমধ্যে জার্মানি নতুন করে করোনা বিধিনিষেধ জারি করেছে। বড়দিনের পর সামাজিক অনুষ্ঠান উদযাপনেও সীমাবদ্ধতা আরোপ করেছে দেশটি। ২৮ তারিখের পর যেকোন সামাজিক অনুষ্ঠানে ১০ জনের বেশি মানুষ জড়ো হতে পারবে না। ফুটবল খেলাগুলোও অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
জার্মানির পাশাপাশি পর্তুগালও ২৬ ডিসেম্বর থেকে নতুন বছরের ৯ জানুয়ারি পর্যন্ত দেশটির সকল নাইট ক্লাব ও বার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে নতুন করে কোন বিধিনিষেধ আরোপ করবে না বলে জানিয়েছে। তবে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ড সামাজিক মেলামেশার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
সুইডেনে ক্যাফে ও বারে লোক সমাগম কমিয়ে আনার পদক্ষেপ নেয়া হয়েছে। পেশাজীবিদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
গত মাসে দক্ষিণ আফ্রিকাতে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন প্রথম শনাক্ত হয়। এখন ওমিক্রন পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে।