বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘উন্মুক্ত আকাশ চুক্তি’ থেকে বেরিয়ে গেল রাশিয়া

  • পরাগ মাঝি, ডেস্ক   
  • ২০ ডিসেম্বর, ২০২১ ০০:৪২

সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে এই চুক্তিটি সই হলেও তা কার্যকর হয় ২০০২ সালে। আমেরিকা, রাশিয়া ও কানাডা সহ ইউরোপের দেশগুলো এই চুক্তিতে সই করেছিল।

‘ওপেন স্কাই ট্রিটি’ তথা ‘উন্মুক্ত আকাশ চুক্তি’ থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেল রাশিয়া।

রুশ গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার এই খবর জানিয়েছে জানিয়েছে চীনা গণমাধ্যম সিজিটিএন।

খবরে বলা হয়, এই চুক্তি থেকে বেরিয়ে যেতে গত ৭ জুন একটি আইনে সই করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে ১৮ জুন চুক্তিতে থাকা সবগুলো দেশকে এ ব্যপারে ছয় মাসের নোটিশ পাঠায় রুশ কর্তৃপক্ষ। ছয় মাস অতিক্রম হওয়ার পর চুক্তি থেকে সরে গেছে দেশটি।

সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে এই চুক্তিটি সই হলেও তা কার্যকর হয় ২০০২ সালে। আমেরিকা, রাশিয়া ও কানাডা সহ ইউরোপের দেশগুলো এই চুক্তিতে সই করেছিল।

চুক্তি অনুযায়ী, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয় পর্যবেক্ষণের জন্য স্বল্প সময়ের নোটিশে এসব দেশ পরস্পরের ভূখণ্ডে বিমান পাঠানোর সুযোগ পায়।

মূলত রাশিয়ার সঙ্গে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সামরিক উত্তেজনা কমানোর জন্য চুক্তিটি হয়েছিল।

কিন্তু ২০২০ সালে তৎকালীণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এই চুক্তি থেকে বের করে নেন। এবার আমেরিকাকে দোষ দিয়ে রাশিয়াও চুক্তি থেকে সরে গেছে।

রাশিয়া দাবি করেছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর গোয়েন্দা বিমান পরিচালনা করে সেই তথ্য ওয়াশিংটনকে দেবে না- এমন নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় তারা চুক্তি থেকে বেরিয়ে গেছে।

এক বিবৃতিতে রুশ কর্তৃপক্ষ বলেছে, ‘আমেরিকা ও রাশিয়ার অংশগ্রহণ না থাকার কারণে এই চুক্তির কার্যকারিতাও নাটকীয়ভাবে কমে যাবে। ওপেন স্কাই চুক্তি ব্যর্থ করে দেয়ার জন্য সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী।’

এ বিভাগের আরো খবর