সৌদি আরব দুটি কার্গো বিমানে করে আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে শুক্রবার এই খবর জানিয়েছে আল-জাজিরা।
সৌদি প্রেস এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, দুটি কার্গো বিমানে করে অন্তত ৬৫ টন সহায়তা সামগ্রী পাঠানো হয়েছে আফগানিস্তানে। এসব সামগ্রীর মধ্যে এক হাজার ৬৪৭ ঝুড়ি খাবারও রয়েছে।
সৌদি রাজতন্ত্র পরিচালিত ‘বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্র’ থেকে এই সহায়তা পাঠানো হয়েছে। এই কেন্দ্রের সুপারভাইজার আব্দুল্লাহ আল-বাবিয়া জানিয়েছেন, মোট ছয়টি কার্গো বিমানে করে আফগানিস্তানে ১৯৭ টন মানবিক সহায়তা পাঠানোর চিন্তা-ভাবনা করছে সৌদি আরব।
এই হিসাবে সামনের দিনগুলোয় আফগানিস্তানে আরও চারটি কার্গো বিমান ভরে মানবিক সহায়তা পাঠানো হবে।
আল-বাবিয়া জানান, আকাশপথ ছাড়াও স্থলপথে পাকিস্তান হয়ে অন্তত ২০০ ট্রাক সহায়তা পাঠানো হবে আফগানিস্তানে।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর দেশটিতে মানবিক বিপর্য় দেখা দিতে শুরু করে।
জাতিসংঘের সাম্প্রতিক এক পরিসংখ্যানে জানা গেছে, বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি মানুষ খাদ্যস্বল্পতায় ভুগছে। আসন্ন শীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।