বেলারুশে সরকারবিরোধী গণ-আন্দোলন গড়ে তোলার অপরাধে বিরোধী নেতা সার্জেই টিকানোভস্কিকে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট আলেক্সজেন্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভ করার অপরাধে তাকে এই সাজা দেয়া হয়।
বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গোমেলের আদালত টিকানোভস্কির বিরুদ্ধে এই রায় দেয়। রায়ে বলা হয়, প্রেসিডেন্টের বিরুদ্ধে দাঙ্গা উসকে দেয়ার অভিযোগে তাকে এমন দণ্ড দেয়া হয়েছে।
১৯৯৪ সাল থেকে ইউরোপের দেশ বেলারুশের ক্ষমতায় রয়েছেন আলেক্সজেন্ডার লুকাশেঙ্কো।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত লুকাশেঙ্কোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সার্জেই টিকানোভস্কি। তবে নির্বাচনের আগে তাকে বন্দি করা হয়। এরপর তার স্ত্রী নির্বাচনে অংশ নেন।
আগস্টের নির্বাচনে তার স্ত্রী সেভেটলানা টিকানোভস্কি ভোট কারচুপির অভিযোগ তুলে নিজেকে জয়ী ঘোষণা করেন। তবে নিজের ও সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে পরের দিন নির্বাসনে চলে যান তিনি।
গত ৬ জুলাই পূর্ব ইউরোপের দেশটির আরেক প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর বাবারিকোকে ১৪ বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত।
বরাবরের মতো, ভিক্টর বাবারিকো তার বিরুদ্ধে আনা দুর্নীতির দায় অস্বীকার করেছেন। পশ্চিমা দেশগুলো ও বিরোধীদলীয় নেতারা এ রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।
আগস্টের নির্বাচনের আগে, গত জুনে ৫৭ বছর বয়সি এই নেতাকে গ্রেপ্তার করা হয়। জনমত জরিপে তখন দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আলেক্সজান্ডার লুকাশেঙ্কোর চেয়ে তিনি এগিয়ে ছিলেন।