বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাইম ‘বর্ষসেরা’ হলেন ইলন মাস্ক

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২১ ২২:৪৯

টাইম-এর প্রধান সম্পাদক ও সিইও এডওয়ার্ড ফেলসেনথাল এক বিবৃতিতে বলেছেন, ‘পৃথিবীর প্রাণীকূল এবং পৃথিবীর সীমা ছাড়িয়ে সম্ভাব্য যে প্রাণ তাদের সবাইকে বিবেচনায় নিলে মাস্কের চেয়ে বেশি প্রভাব বিস্তারকারী খুব কম ব্যক্তিত্বই আছেন।’

টাইম ম্যাগাজিনের ‘পারসন অফ দ্য ইয়ার’ বা বর্ষসেরা নির্বাচিত হলেন টেসলা ও স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

সোমবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিনটি।

টাইম-এর প্রধান সম্পাদক ও সিইও এডওয়ার্ড ফেলসনাথাল এক বিবৃতিতে দাবি করেছেন, এবারের বর্ষসেরা যিনি তিনি একজন ইনফ্লুয়েন্সার বা প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব।

তিনি বলেন, ‘পৃথিবীর প্রাণীকূল এবং পৃথিবীর সীমা ছাড়িয়ে সম্ভাব্য যে প্রাণ তাদের সবাইকে বিবেচনায় নিলে মাস্কের চেয়ে বেশি প্রভাব বিস্তারকারী খুব কম ব্যক্তিত্বই আছেন।

‘২০২১ সালে ইলন মাস্ক শুধু পৃথিবীর শ্রেষ্ঠ ধনীই হননি, সম্ভবত আমাদের সমাজ বদলে দেয়ায় সবচেয়ে ধনী উদাহরণও তিনি।’

বর্তমানে ইলন মাস্ক ২৬৬ বিলিয়ন ডলার নিয়ে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির আসন দখল করে আছেন।

তবে শুধু ধনী হওয়াই নয়, বছরজুড়ে আরও নানা কারণেই আলোচনায় ছিলেন সাউথ আফ্রিকান বংশোদ্ভূত ৫০ বছরের ইলন মাস্ক। গত সেপ্টেম্বরে তার প্রতিষ্ঠিত মহাকাশ সংস্থা স্পেসএক্স প্রথমবারের মতো মহাশূন্যে পর্যটক নিয়ে গেছে। মানুষকে মহাশূন্য কিংবা অন্য কোনো গ্রহে বসবাসেরও স্বপ্ন দেখাচ্ছেন মাস্ক।

এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভবিষ্যৎ পৃথিবীতে তেলের বিকল্প হিসেবে ব্যাটারিচালিত যান চালুর যে পরিকল্পনা তারও নেতৃত্ব দিচ্ছে মাস্কের প্রতিষ্ঠিত কোম্পানি টেসলা।

গত বছর টাইমের ‘পারসন অফ দ্য ইয়ার’ খেতাব পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

১৯২৭ সাল থেকে ‘পারসন অফ দ্য ইয়ার’ খেতাব দিয়ে আসছে টাইম ম্যাগাজিন।

এ বিভাগের আরো খবর