চলতি বছর আমেরিকায় দ্রব্যমূল্য যে হারে বেড়েছে, তা ৪০ বছরে সর্বোচ্চ। দেশটির ভোক্তা মূল্যসূচক বলছে, গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর আমেরিকায় পেট্রলের দাম বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ। শুধু তা-ই নয়, রিকন্ডিশন গাড়ি, ভাড়া এবং খাদ্যের দামও বেড়েছে।
সর্বশেষ গত নভেম্বরে দেশটির দ্রব্যমূল্য বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। তবে আগের মাস অক্টোবরের চেয়ে তা শূন্য দশমিক ১ শতাংশ কম।
ধারণা করা হচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ১ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলারের যে সামাজিক ব্যয় পরিকল্পনা পাস করাতে চাইছেন, মুদ্রাস্ফীতির কারণে তা হুমকিতে পড়তে পারে।
তবে বৃহস্পতিবার এক বক্তব্যে বাইডেন বলেছেন, সম্প্রতি জ্বালানি তেল ও রিকন্ডিশন গাড়ির মূল্যহ্রাসের পরিসংখ্যানটি সর্বশেষ প্রকাশিত সূচকে আসেনি।
মুদ্রাস্ফীতি প্রেসিডেন্ট বাইডেনের জন্য একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে। কারণ এ ধরনের পরিসংখ্যান সাধারণ ভোটারদের সরাসরি প্রভাবিত করে।
কিছু অর্থনীতিবিদ এ ধরনের মূল্যবৃদ্ধির জন্য করোনার মধ্যে সহায়তা দেয়ার জন্য বাইডেনের ব্যয় কর্মসূচিকেও দায়ী করছেন।