বাংলাদেশিদের শ্রমবাজার খুলে দিচ্ছে মালয়েশিয়া। এ বিষয়ে দুই দেশের মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক সই হবে।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী সেরি এম সারাভানান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সারাভানের বরাতে শুক্রবার দ্য মালয়েশিয়ান রিজার্ভের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে শ্রমিক নেয়ার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছে মালয়েশিয়ার সরকার।
এ বিষয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী সারাভানান জানিয়েছেন, চুক্তিটি স্বাক্ষরের পর পরই বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও জানান, বৃক্ষরোপণ, কৃষি, শিল্প উৎপাদন, সেবা খাত, খনি উত্তোলন, নির্মাণ এবং গৃহকর্ম ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি শ্রমিক নেয়া হবে।
সারাভান আরও জানান, দেশটির সব খাতেই বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ সম্মত হয়েছে। বৃক্ষরোপণ খাতে এবারই প্রথমবারের মতো বিদেশি শ্রমিক নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া একটি বড় বাজার। কিন্তু ২০১৮ সাল থেকে বাংলাদেশি শ্রমিক নেয়া বন্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ।