রাজ্যের ক্ষমতায় ঘুরপথে নাক গলাচ্ছে মোদি সরকার। তা নিয়ে দিনাজপুরের পর এবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে বিএসএফ নিয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বিএসএফের কাজের সীমানা বৃদ্ধির সিদ্ধান্তের বিরোধিতা করে সরব হয়েছে তৃণমূল।
বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী বলেন, ‘আইসিদের বলব, একটু বেশি ঘোরাঘুরি করে বেড়ান। নাকাচেকিং বাড়ান। আপনাদের বাংলাদেশ বর্ডার রয়েছে। যা করিমপুর থেকে শুরু। সেদিকে আপনাদের নজর রাখতে হবে।
‘বিএসএফ যাতে এলাকায় গিয়ে আপনার অনুমতি ছাড়া কোনো কিছুতে জড়িয়ে না পড়তে পারে, সেটাও দেখতে হবে। বিএসএফ, বিএসএফের কাজ করবে। আইন-শৃঙ্খলা পুলিশের ব্যাপার। মানুষের ওপর কোনো অত্যাচার হোক, এটা আমি কখনো সহ্য করব না।’
এর আগে ৭ ডিসেম্বর উত্তর দিনাজপুর কর্ণজোড়ার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘বিএসএফের এখতিয়ার আন্তর্জাতিক সীমানা থেকে ভারতীয় ভূখণ্ডের ১৫ কিলোমিটার ভেতর পর্যন্ত। সেখানে বিএসএফ যাতে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করে সেটা বিডিও ও আইসিকে দেখতে হবে।’
এদিকে রাজ্যপাল জগদীপ ধনকড় বিএসএফ ইস্যুতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। রাজ্যপাল ধনকড়ের বক্তব্য, মুখ্যমন্ত্রী বিএসএফ নিয়ে যা বলছেন তাতে তিনি উদ্বিগ্ন।
চিঠিতে তিনি লিখেছেন, ‘পুলিশ এবং বিএসএফের মধ্যে সংঘাত কাম্য নয়। দুই বাহিনীর মধ্যে সহযোগিতার মানসিকতা থাকা প্রয়োজন।’
ধনকড় মুখ্যমন্ত্রীকে এমন মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করেন চিঠিতে।
এদিকে রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করে বিএসএফের কাজের পরিধি বাড়ানোর কেন্দ্রের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই প্রধানমন্ত্রীকে আইন-শৃঙ্খলা রাজ্যের ব্যাপার বলে বিএসএফের কাজের সীমানা বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন।