ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শুরু করা মাদকবিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সহায়তাকারী এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
জেসাস মালাবানান নামের ওই সাংবাদিক পুলিৎজার জয়ী রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছিলেন। প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের চালু করা মাদকবিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছিল রয়টার্স।
বুধবার সন্ধ্যায় সেন্ট্রাল আইল্যান্ড সামারে নিজ বাসায় টেলিভিশন দেখার সময় জেসাস মালাবানানের মাথায় গুলি চালায় দুই বন্দুকধারী। কালবায়োগ শহরের পুলিশ জানিয়েছে, নিজের ঘরে ওই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের এখনও আটক করা যায়নি।
মালাবানানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকর্মীদের অধিকার নিয়ে কাজ করা ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট (এনইউজেপি) নামের সংস্থাটির তথ্য মতে, ২০১৬ সালের জুনে প্রেসিডেন্ট দুতের্তের মাদকবিরোধী অভিযান শুরু হবার পর মালাবানানসহ ২২ সাংবাদিককে হত্যা করা হয়েছে।
গত অক্টোবরে অনলাইন সাংবাদিক ও রেডিও ধারাভাষ্যকার ওরলান্ডো দিনয়কে নিজের অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়। প্রেসিডেন্ট দুতের্তের শক্তিশালী ঘার্টি হিসেবে পরিচিত দাবাও অঞ্চলে তিনি বাস করতেন।
গত মে মাসে সাংবাদিকতা থেকে রাজনীতি শুরু করা একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট এর তথ্য মতে ১৯৯২ সালের পর থেকে এখন পর্যন্ত ফিলিপাইনে ৮৭ সংবাদকর্মীকে হত্যা করা হয়।
দেশটিতে ১৪ সংবাদকর্মীর হত্যার মামলা এখনও নিষ্পত্তি হয়নি।