ভারতীয় বিমান বাহিনীর সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সশস্ত্র বাহিনীর তিনটি শাখার (বায়ু, নৌ ও স্থল) যৌথ তদন্ত শুরু হয়েছে। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। তদন্তদল বুধবারই ওয়েলিংটনে পৌঁছে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার ভারতের সংসদের উভয় সদনে এ কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতসহ মোট ১৩ জনের।
সংসদে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং, এই বছরের স্বাধীনতা দিবসে শৌর্য চক্রে সজ্জিত, যিনি দুর্ঘটনার একমাত্র জীবিত, তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাকে বাঁচানোর জন্য সব প্রচেষ্টা করা হচ্ছে। সংসদের উচ্চ সদন রাজ্যসভায় জেনারেল বিপিন রাওয়াত এবং হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ১২ জনকে শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা হয়।
প্রতিরক্ষা অধিকারিকরা বৃহস্পতিবার ফ্লাইট ডাটা রেকর্ডার পুনরুদ্ধার করেছেন, যা 'ব্ল্যাক বক্স' নামে পরিচিত। সরকারী সূত্র জানিয়েছে যে দুর্ঘটনাস্থল থেকে ৩০০ মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত অনুসন্ধান এলাকা প্রসারিত করার পরই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার একটি পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের জন্য নিহতদের মৃতদেহ ওয়েলিংটনে হাসপাতাল থেকে মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে সামরিক কর্মী এবং রাজ্যের শীর্ষ অফিসাররা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বিপিন রাওয়াত ও মধুলিকা রাওয়াতের মরদেহ দিল্লিতে নিয়ে আসা হবে। শুক্রবার দিল্লি ক্যান্টে জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। এদিন সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী।