যুক্তরাষ্ট্রের মর্টগেজ কোম্পানি বেটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একটি জুমকলে ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করেছেন।
ভারতীয়-আমেরিকান সিইও বিশাল গর্গ ছাঁটাইয়ের কারণ হিসেবে তাদের দক্ষতা, কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাকে দায়ী করেছেন।
জুমকলে যুক্ত হয়ে বিশাল গর্গ বলেন, ‘এটি এমন এক খবর, যা আপনি কখনো শুনতে চাইবেন না। আপনি যদি এই কলে যুক্ত হয়ে থাকেন, তবে আপনি সেই অভাগাদের দলে, যাদের ছাঁটাই করা যাচ্ছে। এখান থেকে আপনাকে শিগগিরই ছাঁটাই করা হবে।’
এই কর্মীরা কোম্পানিটির মোট কর্মীর ৯ শতাংশ। তবে ছাঁটাই করা হয়েছে সব ধরনের ইক্যুইটির দিকটিতে নজর দিয়ে।
প্রতিষ্ঠানের এক কর্মী ওই জুমকল ভিডিও করেন এবং সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ছুটির ঠিক আগ মুহূর্তে এমন ছাঁটাইয়ে সমালোচনার মুখে পড়েছেন বিশাল গর্গ।
ডেইলি মেইলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তিন মিনিটের কলটি বিশাল গর্গের জন্য খুব কঠিন বাস্তবতা ছিল। যে খাতে তাকে ৯০০ কর্মীকে একবারে ছাঁটাই করার সিদ্ধান্ত দিতে হয়েছে।
গর্গ বলেন, ‘এটা আমার জীবনে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে। আমি কোনোভাবেই এমন কাজ করতে চাই না। আমি এর আগেরবার খুব কেঁদেছি। তবে এবার আমি খুব শক্ত থাকার চেষ্টা করছি।’
‘বাজার, দক্ষতা, কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যাওয়ায় আমরা বেটারের ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছি।’
জুমকলে বিশাল গর্গ ১৫ শতাংশ বললেও পরে কোম্পানির এক মুখপাত্র জানান, সেটার প্রকৃত পরিমাণ ৯ শতাংশ।
এটাই প্রথম নয়, এর আগেই বেটারের সিইও বিশাল গর্গ একটি ই-মেইল করে কর্মী ছাঁটাই করেছিলেন। সেবারও তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।