বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউ ইয়র্কে ৫ জনের শরীরে ওমিক্রন

  •    
  • ৩ ডিসেম্বর, ২০২১ ১১:৪১

স্বাস্থ্য বিভাগের প্রধান ডেভিড চোকশি বলেন, ‘এখন আর আফ্রিকা কিংবা অন্য কোনো দেশ থেকে আসা ব্যক্তি থেকে ওমিক্রন ছড়াচ্ছে না। নিউ ইয়র্ক শহরেই কমিউনিটি সংক্রমণ শুরু হয়েছে।ওমিক্রন শনাক্তের ঘটনা অবশ্যই স্বাস্থ্য বিভাগের জন্য একটি বড় সংকট। তবে সবকিছু বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ৫ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। বুধবার এমনটিই জানিয়েছেন নিউ ইয়র্ক শহরের গভর্নর ক্যাথি হোছুল।

মিনোসোটা ও কলোরাডোতে ওমিক্রন শনাক্তের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন কোনো রাজ্যে শনাক্তের ঘটনা ঘটল।

এর আগে গভর্নরের আদেশে, বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

মিনোসোটার স্বাস্থ্য বিভাগ ৩০ নভেম্বর নিশ্চিত করেন, তাদের শহরে ওমিক্রন শনাক্ত দ্বিতীয় ব্যক্তি নিউ ইয়র্ক থেকেই ফিরেছিলেন।

স্বাস্থ্য বিভাগের প্রধান ডেভিড চোকশি সিএনবিসিকে জানান, এখন আর আফ্রিকা কিংবা অন্য কোনো দেশ থেকে আসা ব্যক্তি থেকে ওমিক্রন ছড়াচ্ছে না। নিউ ইয়র্ক শহরেই কমিউনিটি সংক্রমণ শুরু হয়েছে।

তবে সহসা সব কিছু বন্ধ করার সম্ভাবনা উড়িয়ে দেন চোকশি। তিনি বলেন, ‘ওমিক্রন শনাক্তের ঘটনা অবশ্যই স্বাস্থ্য বিভাগের জন্য একটি বড় সংকট। তবে সবকিছু বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।’

এর আগে যুক্তরাষ্ট্রে প্রথম ওমিক্রন শনাক্ত হয় ক্যালিফোর্নিয়ায়, দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির শরীরে।

এ বিভাগের আরো খবর