সাউথ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে পৌঁছে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন দুটি বিমানের ৬১ জন আরোহী। সাউথ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যেই এ খবর জানিয়েছে ডাচ প্রশাসন।
নেদারল্যান্ডসের জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট আরআইভিএম শনিবার এক বিবৃতিতে জানায়, করোনা শনাক্ত এই বিমানযাত্রীদের অনেকেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সাউথ আফ্রিকা থেকে রওনা দিয়ে নেদারল্যান্ডসের স্কিফোল বিমানবন্দরে পৌঁছানো দুই বিমানে আরোহী ছিলেন ৬২৪ জন। এদের ১০ শতাংশই করোনা পজিটিভ। বিমানবন্দরের কাছে একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন তারা।
ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ জিজিডি জানিয়েছে, করোনা পজিটিভ প্রত্যেক বিমানযাত্রীকে উপসর্গ দেখা দিলে সাতদিন এবং উপসর্গ দেখা না দিলে পাঁচদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
একই সঙ্গে করোনা নেগেটিভ বিমানযাত্রী, যারা নেদারল্যান্ডসে থাকেন, তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। বাকি যারা নেদারল্যান্ডসে থাকেন না, তারা ‘যাত্রা অব্যাহত রাখা’র অনুমতি দেয়া হয়েছে।
বিমানযাত্রায় ইউরোপের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক কেন্দ্র অ্যামস্টারডামের স্কিফোল বিমানবন্দর।
আরআইভিএম জানিয়েছে, করোনা শনাক্ত ৬১ বিমানযাত্রীর দেহে ওমিক্রন সংক্রমণের বিষয়টি নিশ্চিত হতে বিশদ বিশ্লেষণ চলছে। রোববার জানা যেতে পারে ফল।
বিমানযাত্রীদের বরাত দিয়ে সংস্থা দুটি জানায়, স্কিফোল বিমানবন্দরে পৌঁছানোর পর করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য কয়েক ঘণ্টার দুর্বিষহ ভোগান্তি সহ্য করতে হয়েছিল তাদের। অনেকেই ফেস মাস্ক পরেননি এবং সামাজিক দূরত্বের বিধিনিষেধ লঙ্ঘন করেছেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় বিমান সংস্থা কেএলএম জানিয়েছে, ওমিক্রন প্রথম শনাক্ত করা দেশ সাউথ আফ্রিকার সঙ্গে বিমান যোগাযোগ অব্যাহত থাকবে। ‘কঠোর নিয়ম মেনে চলা সাপেক্ষে’ সাউথ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপ টাউন বিমানবন্দর থেকে যাত্রী আনা-নেয়া চালিয়ে যাবে কেএলএম।
কঠোর নিয়মের আওতায় সাউথ আফ্রিকা থেকে বিমান চলাচল বহাল থাকলেও ডাচ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিক ছাড়া নেদারল্যান্ডসে বাকিদের প্রবেশ নিষিদ্ধ। ডাচ ও ইইউ নাগরিকদেরও করোনার পিসিআর টেস্টের নেগেটিভ ফল দেখাতে হবে এবং নেদারল্যান্ডসে পৌঁছে সেলফ-কোয়ারেন্টিনে থাকতে হবে।
সাউথ আফ্রিকা, বতসোয়ানা, ইসওয়াতিনি, লেসোথো, মোজাম্বিক, নামিবিয়া, জিম্বাবুয়েসহ আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের আট দেশের সঙ্গে ফ্লাইট চলাচল সীমিত করেছে নেদারল্যান্ডস।
দেশগুলো ভ্রমণ করে গত সোমবার (২২ নভেম্বর) থেকে নেদারল্যান্ডসে পৌঁছানো প্রায় পাঁচ হাজার বিমানযাত্রীকে যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করানোর অনুরোধ করেছে প্রশাসন।