বিরল অস্ত্রোপচারের পর নতুন জীবন পেল রাশিয়ান কুকুর মনিকা। সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরের একটি হাসপাতালে দুই সপ্তাহ আগে টাইটেনিয়াম ধাতুর চারটি কৃত্রিম থাবা লাগানো হয় উদ্ধারকারী কুকুর মনিকার। চিকিৎসক বলছেন, শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও, নতুন থাবায় ভর দিয়ে বেশ সাবলীল সে।
প্রায় এক বছর আগে, দক্ষিণাঞ্চলের শহর ক্রাসনোডারের একটি জঙ্গল থেকে গুরুতর আহত অবস্থায় মনিকাকে উদ্ধার করে একদল স্বেচ্ছাসেবী। কে বা কারা কুকুরটির চারটি থাবা কেটে দিয়েছিল।
আলা লোয়েনকিনা নামের এক স্বেচ্ছাসেবী তার বন্ধুর সহায়তায় এতদিন কুকুরটিকে লালন-পালন করে আসছিলেন।
লোয়েনকিনা বলেন, ‘যখন উদ্ধার করি, তখন ওর অবস্থা ভীষণ খারাপ। কিছুদিন দেরি হলে মৃত্যু অবধারিত ছিল।’
‘একদিন এমন একটি ক্লিনিকের সন্ধান পাই যেখানে পশু-পাখির জটিল সব অস্ত্রোপচার হয়। তবে এটি বেশ ব্যয়বহুল। অনলাইনে বিষয়টি শেয়ার করলে দারুণ সাড়া মেলে। তহবিলে জমা পড়ে প্রায় ৪ লাখ রুবল। সেই টাকা দিয়েই অস্ত্রোপচার হয় মনিকার। বিমানে প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আনা হয় ক্লিনিকে।’
জটিল এই অস্ত্রোপচারটি করেন সার্জেই গোর্শকভ। এর আগে এ ধরনের ৩০টি সফল অস্ত্রোপচার করেছেন তিনি। তবে কুকুরের ওপর এটিই প্রথম।
গোর্শকভ বলেন, ‘থ্রিডি প্রিংটিংয়ের মাধ্যমে টাইটেনিয়ামের থাবা চারটি তৈরি করা হয়। মনিকার বয়স কম। ওর হাড় বাড়ন্ত। তাই দ্রুত কৃত্রিম থাবার সঙ্গে মানিয়ে নিতে পারবে। বিষয়টা অনেকটা হরিণের শিং গজানোর মতো।’