৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে গাড়ির রেসের বিশ্ব আসর ‘ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ’। এ উপলক্ষ্যে জেদ্দায় একটি কনসার্টও অনুষ্ঠিত হবে।
সবকিছু ঠিক থাকলে এই কনসার্টেই যোগ দেবেন কানাডিয়ান পপস্টার জাস্টিন বিবার। কিন্তু গত কিছুদিন ধরেই বিবারকে সফরটি বাতিল করার আহ্বান জানাচ্ছে নানা পক্ষ। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন জামাল খাসোগির প্রেমিকা হাতিস সেনজিগ। তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন খাসোগি। অভিযোগ রয়েছে, রাষ্ট্রীয় মদদে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
জাস্টিন বিবারকে উদ্দেশ করে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক খোলা চিঠিতে হাতিস লিখেছেন, ‘যে শাসকগোষ্ঠী তার সমালোচকদের হত্যা করে, তার ভাবমূর্তি ফিরিয়ে আনতে আপনার নাম ও মেধা ব্যবহৃত হবে না- এমন একটি শক্তিশালী বার্তা দেন পৃথিবীকে।’
ফর্মুলা ওয়ান রেস উপলক্ষে আয়োজিত কনসার্টে যোগ দিচ্ছেন জাস্টিন বিবার, এই খবরটি শুধু সৌদি আরব নয়, সারা ফেলেছে বিশ্বজুড়ে। এই কনসার্টে আরও যোগ দেবেন, এএসএপি রকি, ডিজে ডেভিড গুয়েতা, তিস্তো এবং জ্যাসন ডেরুলো।
তবে কনসার্ট বাতিল করার জন্য জাস্টিন বিবারই সবচেয়ে বেশি চাপ সামাল দিচ্ছেন। সৌদি আরবে কনসার্ট বাতিল করার জন্য কোনো রকস্টারের ওপর চাপ এবারই প্রথম নয়। ২০১৮ সালের অক্টোবরে জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এমন চাপের মুখে পড়েছিলেন মারিয়াহ ক্যারিও। তবে তিনি সবার অনুরোধকে উপেক্ষা করে সৌদি আরবের কনসার্টে যোগ দিয়েছিলেন।
তবে এ ধরনের চাপে ২০১৯ সালে সৌদি সফর বাতিল করেছিলেন মার্কিন র্যাপার ও অভিনেত্রী নিকি মিনাজ। সফর বাতিলের কারণ সম্পর্কে সে সময় তিনি অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছিলেন, তিনি নারী অধিকার, সমকামী অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।
অভিযোগ রয়েছে, ২০১৮ সালে তুরস্কের সৌদি কনস্যুলেটে জামাল খাসোগির হত্যাকাণ্ডে সৌদি সরকারের এজেন্টরা সরাসরি অংশ নিয়েছিলেন। মূলত হাতিস সেনজিগকে বিয়ে করার জন্য জরুরি কিছু কাগজ সংগ্রহ করার জন্যই খাসোগি ওই কনস্যুলটে প্রবেশ করেছিলেন। খাসোগি যখন কনস্যুলেটের ভেতরে হাতিস তখন কনস্যুলটের বাইরে দাঁড়িয়ে তার ফিরে আসার অপেক্ষা করছিলেন। কিন্তু খাসোগি আর কখনোই ওই কনস্যুলেট থেকে বেরিয়ে আসতে পারেননি। তার মরদেহেরও কোনো হদিশ মেলেনি। পরে বিভিন্ন তথ্য প্রমাণে দাবি করা হয়েছিল, সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের নির্দেশেই খাসোগিকে হত্যা করে কনস্যুলেটের ভেতরেই তার লাশ গুম করে ফেলা হয়।
জাস্টিন বিবারকে উদ্দেশ করে হাতিস তাই লিখেছেন, ‘আপনি নিশ্চয়ই জানেন, সরাসরি মোহম্মন বিন সালমানের পক্ষ থেকেই আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে।’
সৌদি আরবে বিবারের কনসার্টটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে মহামারির জন্য এই কনসার্টের সময়সূচী পরিবর্তন করা হয়।