বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় প্রথম আক্রান্তের সন্ধান পাওয়ার দাবি

  •    
  • ২০ নভেম্বর, ২০২১ ২০:৪৩

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ মাইকেল ওরোবির দাবি, প্রথম আক্রান্ত হয়েছিলেন উহানের পশুর বাজারে কাজ করা এক নারী।

চীনের উহানের পশুর বাজারে কাজ করা এক নারী প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে দাবি করেছেন এক বিজ্ঞানী। জানিয়েছেন, ওই নারী অসুস্থ হয়ে পড়েছিলেন ২০১৯ সালের ১১ ডিসেম্বর।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞ মাইকেল ওরোবি বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে লেখা এক নিবন্ধে এ দাবি করেন।

এতে বলা হয়েছে, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে এটা নিশ্চিত হওয়া গেছে যে, প্রথম আক্রান্ত একজন নারী, যিনি ওই বাজারে কাজ করতেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।

শুরু থেকেই ভাইরাসের উৎস জানতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে সুনির্দিষ্ট প্রমাণ না মেলায় সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না কেউ।

অনেকের দাবি, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে এটি ছড়িয়েছে। অনেকে আবার মনে করেন উহানের পশু কেনাবেচার বাজার থেকেই ভাইরাসটির উৎপত্তি।

চলতি বছরের মে মাসে ওরোবিসহ ১৫ বিজ্ঞানী সায়েন্স সাময়িকীতে লেখা এক কলামে জানিয়েছিলেন, উহানের পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার যে ধারণা, তা গুরুত্বসহকারে দেখা উচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, যে ব্যক্তির শরীরে প্রথম করোনা শনাক্ত হয়েছিল তিনি পুরুষ। ২০১৯ সালের ৮ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। উহানের যে বাজারে বন্য প্রাণী ও গৃহপালিত পশু বিক্রি হয়ে থাকে, সেখানে তিনি কখনো যাননি।

ডব্লিউএইচওর সঙ্গে একমত নন ওরোবি। তার দাবি, যার কথা বলা হচ্ছে সেই ব্যক্তি ১৬ ডিসেম্বরের আগে অসুস্থ হননি। প্রমাণ হিসেবে একটি ভিডিও সাক্ষাৎকারের কথা উল্লেখ করেন ওরোবি। জানান, একটি বৈজ্ঞানিক নিবন্ধ ও হাসপাতালের তথ্যের ভিত্তিতে সেখানে আক্রান্ত এক ব্যক্তির যে বর্ণনা দেয়া হয়েছিল, তার সঙ্গে ৪১ বছরের একজনের তথ্য মিলে গেছে।

ভাইরাসটির উৎস তদন্তে কাজ করা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পিটার ডাসজাক ওবোরির এই দাবিকে গ্রহণযোগ্য মনে করছেন। তিনি বলেন, ‘৮ ডিসেম্বরের তারিখটি ভুল ছিল।’

এ বিভাগের আরো খবর