বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কোয়ান্টাম কম্পিউটিংয়ে অগ্রগতির দাবি আইবিএমের

  •    
  • ১৯ নভেম্বর, ২০২১ ১৫:৪২

প্রচলিত কম্পিউটারে তথ্যের একক হলো বাইট, যার মান হয় শূন্য, না হয় এক। কোয়ান্টাম পদ্ধতিতে কিউবাইটের মান শূন্য ও এক- দুটিই হতে পারে। ‘সুপারপজিশন’-এর ওপর ভিত্তি করে কোয়ান্টাম কম্পিউটারের ধারণার শুরু, যেটা একই সময়ে বিভিন্ন রূপে অবস্থান করতে পারে।

সুপার-ফাস্ট কম্পিউটার তৈরির চেষ্টায় অত্যাধুনিক ‘কোয়ান্টাম’ প্রসেসর উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম।

কম্পিউটিংয়ের জগতে নতুন বিপ্লবের সূচনা ঘটাতে পারে নতুন এই যন্ত্রাংশ। বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্সের অজানা অধ্যায়ের সমস্যাও মিটতে পারে এর মাধ্যমে, যা এখনকার সর্বাধুনিক প্রযুক্তিতেও অসম্ভব।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নতুন চিপটি ১২৭ ‘কিউবাইটস’সম্পন্ন (কোয়ান্টাম বাইটস)। কোয়ান্টাম কম্পিউটারে তথ্যের মূল একক হলো কিউবাইটস।

আইবিএম বলছে, প্রতিষ্ঠানটির নতুন ইগল প্রসেসর ‘কোয়ান্টাম কম্পিউটেশন’-এর পথে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।

তবে এর অগ্রগতি বাস্তবতার সামনে কতটা তাৎপর্যপূর্ণ, তা এখনও খতিয়ে দেখা বাকি বলে মনে করেন গবেষকরা।

কম্পিউটারের শক্তি বৃদ্ধিতে বেশ কয়েক বছর ধরেই যন্ত্রতে বিপ্লব ঘটাচ্ছেন বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নতুন সব বহুমুখী উদ্ভাবন করে চলেছেন তারা।

প্রচলিত কম্পিউটারে তথ্যের একক হলো বাইট, যার মান হয় শূন্য, না হয় এক। কোয়ান্টাম পদ্ধতিতে কিউবাইটের মান শূন্য ও এক- দুটিই হতে পারে।

ক্ষুদ্র পরিসরে বস্তুর অচেনা আচরণও শনাক্তে সক্ষম কোয়ান্টাম কম্পিউটার। ‘সুপারপজিশন’-এর ওপর ভিত্তি করে কোয়ান্টাম কম্পিউটারের ধারণার শুরু, যেটা একই সময়ে বিভিন্ন রূপে অবস্থান করতে পারে।

এই ক্ষমতাকে কাজে লাগাতে অসংখ্য কিউবাইটকে যুক্ত করার বিকল্প নেই। প্রক্রিয়াটি ‘এনট্যাঙ্গেলমেন্ট’ হিসেবে পরিচিত, যার আক্ষরিক বাংলা অর্থ করলে দাঁড়ায় জটিল অবস্থা।

প্রতিটি অতিরিক্ত কিউবাইট যোগ করার সঙ্গে সঙ্গে কম্পিউটারের প্রসেসরের ক্ষমতা কার্যত দ্বিগুণ হয়ে যায়।

এ বিভাগের আরো খবর