পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মুছে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা ও মেঘালয়ের সাবেক রাজ্যপাল তথাগত রায়।
পশ্চিমবঙ্গে সরকার গঠনে ব্যর্থ বিজেপিতে ভাঙ্গন আর কোন্দলের ধারাবাহিকতা বজায় রেখে দলের দুই বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ আর তথাগত রায়ের বাক যুদ্ধের মাঝে রাজ্যের সাবেক বিজেপি সভাপতি তথাগত রায় আশঙ্কা প্রকাশ করেন, নিজেদের চালচলন বদল না করলে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি মুছে যাবে।
বৃহস্পতিবার একটি টুইট বার্তায় বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায়ের বিস্ফোরক মন্তব্যের জেরে বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভেতরে করা উচিত।
তথাগত রায় বলেন, ‘আমি সবিনয়ে জানাই, সেসময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে, তাহলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।’
রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি একগুচ্ছ তারকাকে প্রার্থী করে ভোটে লড়েছিল কিন্তু তারা সবাই ব্যর্থ হয়।
বিজেপির কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিব কুমার, অরবিন্দ মেনন এই চারজন নেতার নাম উল্লেখ করে টুইট করে তথাগত প্রশ্ন তোলেন, ‘পায়েল, শ্রাবন্তী আর পার্নো মিত্র নগর নটিরা নির্বাচনের টাকা নিয়ে জলকেলি করে বেড়িয়েছেন। আর মদন মিত্রের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন। এবং হেরে ভূত হয়েছেন। তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনইবা দিয়েছিল? দিলীপ-কৈলাস-শিব প্রকাশ অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কী?’
বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ ও পিছিয়ে না থেকে তথাগত রায়কে পাল্টা আক্রমণ করেছেন। তথাগত রায় দলে আছেন কি করতে সে নিয়ে প্রশ্ন তুলে দল ছাড়ার পরামর্শ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ দলের জন্য যারা কিচ্ছু করেনি, দল তাদের সবচেয়ে বেশি দিয়েছে। আর তারাই দলের বেশি ক্ষতি করছেন।’
দিলীপ ঘোষকে অর্ধশিক্ষিত বলে আক্রমণ করে তথাগতর পাল্টা টুইট, ‘আমি ওর কথার গুরুত্ব দিই না। আমি দলের একজন সাধারণ সদস্য হিসেবে দলে থাকব। দলকে সঠিক পথে পরিচালনা করতে সহায়তা করব।’