বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিপ্টোকারেন্সি নিয়ে মোদির উদ্বেগ

  •    
  • ১৮ নভেম্বর, ২০২১ ২০:১১

‘দ্য সিডনি ডায়ালগ’-এ ভাষণে মোদি বলেন, ‘প্রত্যেকটি গণতান্ত্রিক দেশকে একযোগে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে হবে, যাতে এটি ভুল কারোর হাতে না পড়ে।’

ক্রিপ্টোকারেন্সি নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বিটকয়েন যাতে আমাদের যুবসমাজকে নষ্ট করতে না পারে, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট আয়োজিত ‘দ্য সিডনি ডায়ালগ’-এ তার ভাষণে মোদি বলেছেন, ‘প্রত্যেকটি গণতান্ত্রিক দেশকে একযোগে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে হবে, যাতে এটি ভুল কারোর হাতে না পড়ে।’

১৭ থেকে ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ায় সিডনি ডায়ালগ অনুষ্ঠিত হচ্ছে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট আয়োজিত এই ইভেন্টের লক্ষ্য রাজনৈতিক, ব্যবসায়িক এবং সরকারি নেতাদের এক প্ল্যাটফর্মে একত্রিত করা।

‘সিডনি ডায়লগে’ ভারতের প্রযুক্তিগত উন্নয়ন ও বিবর্তন সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে পরিবর্তন আসছে, প্রযুক্তি এবং তথ্য নতুন হাতিয়ার হয়ে উঠছে। এ ক্ষেত্রে সতর্ক তো থাকতেই হবে।’

ডিজিটাল যুগে কাগজের নোট ছেড়ে ভার্চুয়াল মুদ্রাতেই আস্থা রাখছেন অনেকে। এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। ভারতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে সচেতনতাও বাড়ছে, সঙ্গে বাড়ছে বিনিয়োগও। তবে একটু ভুল হলেই অ্যাকাউন্ট সাফ হয়ে যেতে পারে। সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রথমবার কথা বলতে উঠেই প্রধানমন্ত্রী আগে সতর্ক করলেন সকলকে।

প্রধানমন্ত্রী মোদির ভাষণ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে, সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও বাড়বে। মহাকাশ, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি সহ অনেক ক্ষেত্রেই আমরা দারুণ উন্নতি করছি। এটি অস্ট্রেলিয়ার জন্য একটি সম্মানের বিষয় যে, প্রধানমন্ত্রী মোদি সিডনি ডায়ালগে ভাষণ দিচ্ছেন।’

ডিজিটাল যুগে আশেপাশের সমস্ত কিছুই পরিবর্তিত হচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি। নতুন ও আধুনিক এই যুগে রাজনীতি, অর্থনীতি ও সমাজেও আমূল পরিবর্তন এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ডিজিটাল এই যুগ দেশের সার্বভৌমত্ব, পরিচালন পদ্ধতি, আইন, নীতি, অধিকার ও নিরাপত্তা নিয়ে নতুন নতুন প্রশ্ন তুলে ধরছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা, ক্ষমতা ও নেতৃত্বকেও নতুন আকার দিচ্ছে এই ডিজিটাল যুগ। তবে একই সঙ্গে আমরা রোজ নতুন নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছি। সমুদ্রপৃষ্ঠ থেকে সাইবার, সব কিছুতেই নতুন সংঘর্ষের মুখে পড়তে হচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রযুক্তি ইতিমধ্যেই একটি বড় নিয়ামক হয়ে উঠেছে।’

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘একটি গণতন্ত্রের সব থেকে বড় শক্তি হলো তার স্বচ্ছতা বা খোলামোলা পরিবেশ। তবে একই সময়ে দাঁড়িয়ে আমরা কাউকে এই স্বচ্ছতার অপব্যবহার করতে দিতেও পারি না।’

ভারতে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বৃদ্ধি পাশাপাশি অনিয়ন্ত্রিত বাজারে আর্থিক নয়-ছয় ও সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা নিয়ে উদ্বেগ বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, অর্থমন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রের পক্ষ থেকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে অতি সতর্ক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারতে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ নিয়ে একটি পরিকাঠামো তৈরি করতে চাইছে কেন্দ্র, যা গোটা ব্যবস্থাটিকে পরিচালন ও পর্যবেক্ষণ করবে।

এ বিভাগের আরো খবর