বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পোষা কুকুর মেরে ফেলায় তুলকালাম চীনে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ নভেম্বর, ২০২১ ০২:০০

গৃহপালিত একটি কুকুর মেরে ফেলায় এর বিচার দাবিতে উত্তপ্ত এখন চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম। সিসিক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছেন সেই হত্যাকারীও।

করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে ছিলেন মালিক। এই অনুপস্থিতির সুযোগে তার পোষা কুকুরটিকে মেরে ফেলেছেন এক স্বাস্থ্যকর্মী। এ নিয়ে এখন উত্তপ্ত চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম। চীনা নেটিজেনরা ওই স্বাস্থ্যকর্মীর বিচার এবং বরখাস্ত দাবি করছেন।

বিবিসি’র খবরে জানা গেছে, কুকুর মেরে ফেলার ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংচি প্রদেশে অবস্থিত সাংগ্রাও শহরের কাছাকাছি একটি এলাকায়। ওই এলাকার এক নারীর শরীরে করোনা ধরা পড়লে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পরে ওই নারীর বাড়ি জীবাণুমুক্ত করতে যান সরকারি এক স্বাস্থ্যকর্মী। তখনই ঘটে বিপত্তি। বাড়িতে থাকা কোভিড আক্রান্ত নারীর পালিত কুকুরটিকে নির্মমভাবে হত্যা করেন ওই স্বাস্থ্যকর্মীটি। কিন্তু এই ঘটনাটি তার অলক্ষ্যেই সিসিক্যামেরায় থেকে যায়।

করোনা থেকে সুস্থ হয়ে কুকুরের মৃত্যুরহস্য উদঘাটন করতে গিয়েই সিসিক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন ওই নারী। এ সময় তিনি দেখতে পান, তার আদরের কুকুরটিকে নির্মমভাবে একটি শাবল দিয়ে পিটিয়ে হত্যা করছেন বাড়ি জীবানুমুক্ত করতে যাওয়া সরকারি স্বাস্থ্যকর্মী।

পরে ঘটনাটির বিচার দাবি করে তিনি ওই ফুটেজ চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এ বিভাগের আরো খবর