মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টার। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত বিল রিচার্ডসন সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।
রিচার্ডসন বলেন, ‘ফেনস্টারকে আমার কাছে হস্তান্তর করা হয়েছে। শিগগিরই তিনি কাতার হয়ে যুক্তরাষ্ট্রে ফিরবেন।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমারে সফরে দেশটির সেনাপ্রধান ও শাসক মিন অং হ্লাইং এর সঙ্গে ফেনস্টারের মুক্তির বিষয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় বৈঠকে সমঝোতার ভিত্তিতে তাকে মুক্তি দেয়া হয়েছে।’
সংবাদভিত্তিক ইংরেজি ম্যাগাজিন ফ্রন্টিয়ার মিয়ানমারের সঙ্গে কাজ করতে প্রায় এক বছর ধরে ইয়াঙ্গুনে অবস্থান করছিলেন ড্যানি ফেনস্টার। পত্রিকাটি সেনা অভ্যুত্থানের বিষয়ে বিস্তৃত পরিসরে খবর সংগ্রহ ও প্রতিবেদন প্রকাশ করছিল।
পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের মে মাসে আটক হন ফেনস্টার। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে জান্তা সরকার।
অভিযোগগুলো হলো, সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত উসকে দেয়া, বেআইনি সম্পৃক্ততা ও অভিবাসন আইন লঙ্ঘন।
ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারের বাইরে স্থানীয় সময় শুক্রবার বিশেষ আদালতে ফেনস্টারকে এই তিন অভিযোগে দোষী সাব্যস্ত করে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অং সান সূচি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে সেনাবাহিনী। এই অভ্যুত্থানের পরপর দেশ-বিদেশের শতাধিক সাংবাদিককে আটক করে জান্তা সরকার। এখনও দেশটির বিভিন্ন কারাগারে বন্দি আছেন ৩০ সাংবাদিক।