করোনাভাইরাস মহামারিতে টানা দেড় বছর বন্ধ থাকার পর সশরীরে পাঠদান শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অন্য প্রতিষ্ঠানগুলোতে।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হচ্ছে।
প্রস্তুতি
২০২০ সালের এপ্রিলে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আবার ব্যবহার উপযোগী ও স্যানিটাইজ করা হয়।
প্রতিষ্ঠানগুলো কতটা তৈরি, তা সোমবার খতিয়ে দেখবেন স্কুল পরিদর্শক ও জেলা প্রশাসকরা।
মাস্ক বাধ্যতামূলক
প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোতে যেতে পারবে। তাদের মানতে হবে করোনার সময়ের স্বাস্থ্যবিধি।
প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। প্রত্যেকটি স্কুলে শয্যাসহ আইসোলেশন রুম থাকতে হবে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে রাখা হবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘অভিভাবকরা চাইলে পড়ুয়াদের পড়ুয়াদের স্কুলে পাঠাবেন। বাধ্যবাধকতা কিছু নেই।’
শঙ্কা উপস্থিতি নিয়ে
করোনাকালে দেড় বছরের বেশি সময় স্কুল বন্ধ থাকায় অনেক ছাত্র-ছাত্রী অভাবের তাড়নায় বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন। অনেক কিশোরীর বিয়ে হয়ে গেছে।
স্কুল বন্ধ থাকায় পড়াশোনা থেকে ছিটকে পড়া শিক্ষার্থীদের আবার শিক্ষাপ্রতিষ্ঠানে নেয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে।