ভারতের ইতিহাসে প্রথমবারের মতো গরুর জন্য চালু হতে যাচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস। অভিনব এ কাণ্ড ঘটাতে যাচ্ছে উত্তর প্রদেশ রাজ্য সরকার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গুরুতর রোগে ভোগা গরুদের হাসপাতালে যাওয়ার কষ্ট লাঘবে এ সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সরকার।
রাজ্যের দুগ্ধজাত পণ্য উন্নয়ন, প্রাণি কল্যাণ ও মৎস্যবিষয়ক মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী রোববার জানান, ‘মহৎ এ উদ্যোগ’ সামনে রেখে এরই মধ্যে ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে গরুদের জন্য।
মথুরায় সাংবাদিকদের তিনি বলেন, ‘১১২টি ইমার্জেন্সি সার্ভিস নাম্বাব চালু করা হচ্ছে। নতুন এ সেবার মাধ্যমে গুরুতর অসুস্থ গরুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হবে।’
ফোন পাওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুই সহকারীসহ একজন পশুচিকিৎসক অসুস্থ গরুর কাছে পৌঁছে যাবে।
ডিসেম্বর মাস থেকে প্রকল্পটি চালু হবে। অসুস্থ গরুর খবর গ্রহণের জন্য লখনৌতে একটি কল সেন্টারও তৈরি করা হবে।
মন্ত্রী জানান, গরুর উচ্চ গুণগত মানসম্পন্ন বীর্য বিনামূল্যে দেয়ার মাধ্যমে এবং ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তির সাহায্যে রাজ্যে গরু উন্নয়ন কর্মসূচির গতি বাড়ানো হবে।
মন্ত্রীর মতে, ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তি রাজ্যে নতুন বিপ্লবের সূচনা করবে। কারণ এর মাধ্যমে বাছুর জন্ম দিতে অক্ষম গরুও অনেক বেশি দুধ দিতে সক্ষম হবে।
লক্ষ্মী নারায়ণ চৌধুরী বলেন, ‘এতে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো মালিকবিহীন গরুর সংখ্যা কমে যাবে। কারণ প্রতিদিন কমপক্ষে ২০ লিটার দুধ দেয়া গরুকে ফেলে দিতে চাইবেন না খামারিরা।’
মথুরাসহ উত্তর প্রদেশের আট জেলায় প্রাথমিকভাবে প্রকল্পটি চালু হবে।
এর আগে প্রথমবারের মতো যোগি আদিত্যনাথের সরকার রাজ্যটিতে মালিকবিহীন গরুদের গোয়ালঘরের ব্যবস্থা করার জন্য তহবিলে অনুমোদন দেয়।