পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইরানে। রোববার বন্দর আব্বাসের কাছাকাছি দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে রয়টার্স জানিয়েছে, জোড়া ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছিল দক্ষিণাঞ্চলজুড়ে। ভূমিকম্পের সময় বন্দর আব্বাস এলাকাসহ ইরানের বিভিন্ন অঞ্চলের মানুষ ভয় পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে ঘরবাড়ি ধসে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।
দুটি ভূমিকম্পের মধ্যে প্রথমটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। পরেরটি ৬ দশমিক ৪ মাত্রার। ভূমিকম্প দুটির কম্পন সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকেও টের পাওয়া গেছে।
স্থানীয়দের বরাতে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ভূমিকম্পের কারণে একটি বৈদ্যুতিক পিলার মাটিতে পড়ে গেলে এর আঘাতে একজনের মৃত্যু হয়।
ভৌগোলিক কারণে ইরান খুবই ভূমিকম্পপ্রবণ দেশ। গত কয়েক বছরে সেখানে বেশ কয়েকটি বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে।