বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দক্ষ প্রবাসীরা পাবেন সৌদি নাগরিকত্ব

  •    
  • ১২ নভেম্বর, ২০২১ ২২:৫৫

প্রযুক্তি, ফরেনসিক ও চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পারমাণবিক ও নবায়নযোগ্য শক্তি জ্বালানি ও গ্যাস, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন সব বিষয়ে যেসব প্রবাসীদের উচ্চ পর্যায়ের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে তাদের সৌদি নাগরিকত্ব দেয়া হবে। এর আগে, মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেয়।

উচ্চ দক্ষতাসম্পন্ন প্রবাসী পেশাজীবীদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশ তৈরি করার লক্ষ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি বাদশাহের পক্ষে রাজকীয় আদেশ ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তি, ফরেনসিক ও চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পারমাণবিক ও নবায়নযোগ্য শক্তি জ্বালানি ও গ্যাস, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন সব বিষয়ে যেসব প্রবাসীদের উচ্চ পর্যায়ের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে তাদের সৌদি নাগরিকত্ব দেয়া হবে। এ ছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়ার মতো বিশেষায়িত পেশায় উচ্চ দক্ষতাসম্পন্ন প্রবাসীদেরও দেয়া হবে নাগরিকত্ব।

এর আগে, মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রবাসীদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, উচ্চ ক্ষমতাসম্পন্ন ও দক্ষ প্রবাসীদের জাতীয় অর্থনীতিতে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্য চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছিল আরব আমিরাত।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব এমন ঘোষণা দেয় বলে জানান সংশ্লিষ্টরা।

আরব দেশটির এই পদক্ষেপের লক্ষ্য, বিভিন্ন দেশের পেশাদারদের জন্য একটি আকর্ষণীয় উচ্চ পর্যায়ের ব্যবসাসুলভ পরিবেশ নিশ্চিত করা।

তবে ঠিক কবে থেকে এ রাজকীয় ঘোষণা কার্যকর করা হচ্ছে সে বিষয়ে এখনই কিছু জানায়নি সৌদি সরকার।

এর আগে ২০১৯ সালে এই প্রবাসীদের নাগরিকত্ব দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল সৌদি রাজতন্ত্র। কারণ হিসেবে বলা হয়েছিল, এই পরিকল্পনার মূল লক্ষ্য উচ্চ দক্ষতাসম্পন্ন প্রবাসী এবং বিদেশি বিনিয়োগকারীদের দেশটির উন্নয়নের গভীর শিকড়ের সঙ্গে সম্পৃক্ত করা।

সৌদি সরকার জানিয়েছে, দেশটিতে বসবাসরত বিশ্বের সেরা বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও উদ্ভাবকদের আকৃষ্ট করার লক্ষ্য হলো, সৌদি আরবকে বৈচিত্র্যময় ও উন্নত দেশে পরিণত করা যাতে আরব বিশ্ব আরও গৌরবময় হবে।

রিয়াদের দেয়া নতুন ঘোষণাটি সুনির্দিষ্ট ক্ষেত্রে কর্মরত পেশাদারদের ওপর কেন্দ্র করে হলেও, দেশটিতে অবস্থানরত আরও কিছু প্রবাসী এবং উপজাতিভুক্তদেরও এই নাগরিকত্ব দেয়া হবে।

সৌদি আরবের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ প্রবাসী। তবে স্থায়ীভাবে বসবাসের বৈধতা বা নাগরিকত্ব দেয়ার নিয়ম না থাকায় দেশটিতে প্রবাসীদের জীবন ছিল চরমভাবে অনিশ্চিত।

এ বিভাগের আরো খবর