বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবজির দাম কমানোর আহ্বান মমতার

  •    
  • ১১ নভেম্বর, ২০২১ ২১:১০

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিক বাজারে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এখনও কাঁচা বাজারে দাম অগ্নিমূল্য। বিক্রেতারা বেশি দামের সবজি নিয়ে বাজারে বসলেও অতিরিক্ত দামের জন্য ক্রেতারা সবজি কম কিনছেন।

দুর্গাপূজার আগে থেকেই পশ্চিমবঙ্গে সবজি, মাছের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজি বিক্রেতাদের দাম কম নেয়ার আহ্বান জানান।

মঙ্গলবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পূজা উদ্বোধনীতে গিয়ে বাজার সমিতির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবজির দাম বেশি নেবেন না। জানি, ডিজেলের দাম বেশি, গ্যাসের দাম আকাশছোঁয়া, তবু অনুরোধ করব, সবজির দাম বেশি নেবেন না।’

এরপর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগিয়ে মমতা বলেন, নোট বন্দি করে ও পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দিয়ে ৪ লাখ কোটি টাকা আয় করেছে কেন্দ্র সরকার। আর এখন মানুষের পকেট কাটছে। রাজ্যের পাওনা দেয়ার সময় নেই। টিকা দেয় না। আর খালি নিন্দা করে। ভাত দেয়ার নাম নেই, কিল মারার গোসাই।’

নাম প্রকাশ না করে রাজ্যপালের উদ্দেশে বলেন, ‘আর কিছু মানুষ তো বসেই আছেন সকাল থেকে চিমটি কাটার জন্য। দিল্লি থেকে একটা টাকা এনে দেয়ার ক্ষমতা নেই। রাজ্যের জন্য কিছু করার ক্ষমতা নেই। আগে সাংবিধানিক পদে যারা ছিলেন, তাদের একটা সম্মান ছিল। এখন বিজেপির আমলে সব অন্যরকম। সকাল থেকে খালি চিমটি কাটতে বসেন তারা।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিক বাজারে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু এখনও কাঁচা বাজারে দাম অগ্নিমূল্য। বিক্রেতারা বেশি দামের সবজি নিয়ে বাজারে বসলেও অতিরিক্ত দামের জন্য ক্রেতারা সবজি কম কিনছেন।

বিক্রেতারা বলছেন, ‘দুর্গাপূজার আগে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এই মূল্যবৃদ্ধি। শীতকালের সবজি পুরোপুরি না উঠা পর্যন্ত বাজারদর কমবে বলে মনে করছেন না বিক্রেতারা। ফলে সাধারণ মানুষের রান্নাঘরে সবজির টান থেকেই যাবে।’

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাজার দর, জ্যোতি আলু ২০ টাকা কেজি। চন্দ্রমুখী ২৫ টাকা কেজি। বাঁধাকপি ১ কেজি ওজনের ৪০ থেকে ৫০ টাকায়। মাঝারি সাইজের ফুলকপি ৫০ থেকে ৬০ টাকায়। পালং শাক ৭০ থেকে ৮০ টাকা কেজি। পিয়াজ কলি ১০০ টাকা কেজি। পটল ৭০ থেকে ৮০ টাকা কেজি।

কাঁচা লঙ্কা (মরিচ) ১০০ টাকা কেজি। ৫০ টাকা কেজি পিয়াজ। নতুন আলু ৫০ থেকে ৬০ টাকা কেজি। মুরগির মাংস ২০০ টাকা কেজি। বড় রুই মাছ ৩০০ টাকা কেজি। সরিষার তেল ১৮০ থেকে ১৯০ টাকা প্রতি লিটার।

এ বিভাগের আরো খবর