বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক টাকার ডাক্তারের হাতে ‘পদ্মশ্রী’

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ১৯:০৬

দীর্ঘ ৫৭ বছর রোগী দেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলেছেন এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের তরফে ডা. সুশোভনের হাতে তুলে দেয়া হয়েছে ‘লংগেস্ট অ্যাওয়ারনেস রিবন’ পুরস্কার।

রোগী দেখতে এক টাকা ফি নিয়ে গরিবের ‘ভগবান’ হয়ে ওঠা চিকিৎসক বীরভূমের সুশোভন বন্দ্যোপাধ্যায় পেলেন পদ্মশ্রী পুরস্কার। সমাজে বিশেষ অবদানের জন্য ভারতের পশ্চিমবঙ্গের এই চিকিৎসকের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

দীর্ঘ ৫৭ বছর রোগী দেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তুলেছেন এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের তরফে ডা. সুশোভনের হাতে তুলে দেয়া হয়েছে ‘লংগেস্ট অ্যাওয়ারনেস রিবন’ পুরস্কার।

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সোমবার এক অনুষ্ঠানে ২০২০ সালে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মনোনীত পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের সম্মানীত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। করোনা ভাইরাস সংক্রমণের বিধিনিষেধের জন্য প্রায় দেড় বছর পর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার নিয়ে মঙ্গলবার দিল্লি থেকে বোলপুরে ফেরার পর শহরে খুশির হুল্লোড় ছড়িয়ে পড়ে।

প্রতিদিন সকালে বাড়ির সামনে লম্বা লাইন। বীরভূম ও আশপাশের জেলার রোগীরা এখানে ভিড় জমান। নানা রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা সেবায় ব্যবস্থাপত্র পেতে হাজির হন। বিনামূল্যে গরিব মানুষকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলার ভার কাঁধে তুলে নিয়েছেন ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন গরিবের ডাক্তার।

কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯৬২ সালে এমবিবিএস করেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। এরপর উচ্চশিক্ষার জন্য যান লন্ডনে। তার প্রথম কর্মক্ষেত্র বিশ্বভারতী পিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল।

হাসপাতালে চাকরির পাশাপাশি তিনি নিজের বাড়িতে এক টাকা ফিতে রোগী দেখা শুরু করেন। শুরুটা ১৯৬৩ সালে। আজও তিনি একইভাবে রোগী দেখে চলেছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে দেড়শ’ রোগী দেখে ব্যবস্থাপত্র দেন ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়।

ভারত সরকারের দেয়া পদ্মশ্রী সম্মাননা পেয়ে খুশি ডা. সুশোভন। তিনি বলেন, ‘আমাকে সম্মান জানানোয় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যতদিন বাঁচবো, গরিব মানুষের পাশে থাকব।’

এ বিভাগের আরো খবর