বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাভাটার নির্মাণ স্টুডিও বেচলেন অস্কারজয়ী জ্যাকসন

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ১৫:২২

পিটার জ্যাকসন এক বিবৃতিতে বলেছেন, ‘এখন থেকে ইউনিটি ও ওয়েটে ডিজিটাল একত্রে যেকোনো নির্মাতার জন্য কাজ করবে। এটা যেকোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে সৃজনশীল সব উপাদানের ব্যবহার এবং শক্তিশালী টুলস ব্যবহার করবে।’

১৬০ কোটি ডলারে নিউজিল্যান্ডভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট স্টুডিও বিক্রি করে দিয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা অস্কারজয়ী পরিচালক স্যার পিটার জ্যাকসন।

‘ওয়েটা ডিজিটাল’ নামের স্টুডিওটিতে তৈরি হয়েছে তুমুল জনপ্রিয় লর্ড অফ দ্য রিংস এবং অ্যাভাটার সিনেমা।

স্টুডিওটি কিনে নিয়েছে ভিডিও গেম নির্মাতা সফটওয়্যার কোম্পানি ‘ইউনিটি’।

ইউনিটি টেকনোলজির তৈরি জনপ্রিয় গেমের মধ্যে রয়েছে পোকেমন গো, কল অফ ডিউটি: মোবাইল।

ফার্মটি জানায়, এই চুক্তির মাধ্যমে ওয়েটার স্পেশাল ইফেক্ট টুলসগুলোর ব্যবহার হবে গণতান্ত্রিক।

পিটার জ্যাকসন এক বিবৃতিতে বলেছেন, ‘এখন থেকে ইউনিটি ও ওয়েটে ডিজিটাল একত্রে যেকোনো নির্মাতার জন্য কাজ করবে। এটা যেকোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে সৃজনশীল সব উপাদানের ব্যবহার এবং শক্তিশালী টুলস ব্যবহার করবে।’

লর্ড অফ দ্য রিংস সিনেমার চরিত্র গোলাম তৈরি হয়েছে ওয়েটা ডিজিটাল স্টুডিওতে। ছবি: সংগৃহীত

সহ-প্রতিষ্ঠাতা হিসেবে স্যার পিটার জ্যাকসন ১৯৯৩ সালে এই স্টুডিও প্রতিষ্ঠা করেন। সেখান থেকেই তৈরি করা হয়েছে অ্যাভাটারের বিখ্যাত চরিত্র নেইতিরি, লর্ড অফ দ্য রিংস সিরিজের গোলাম এবং প্ল্যানেট অফ দ্য অ্যাপসের সিজার।

সিডনিভিত্তিক চলচ্চিত্র সমালোচক জেমস ফ্লেচার বলেন, ‘দক্ষিণ গোলার্ধের জন্য ওয়েটা হচ্ছে আমাদের হলিউড।’

তিনি বলেন, ‘পিটার জ্যাকসন একজন স্বপ্নদ্রষ্টা পরিচালক। তিনি যে বিষয়গুলো সিনেমায় দেখাতে চেয়েছেন সেটি করতে বিভিন্ন দক্ষতার লোকের সমন্বয়ে একটা দল গঠন করেছিলেন।’

চুক্তির শর্ত অনুযায় দুটি প্রতিষ্ঠানই আলাদা কার্যক্রম চালাবে। আর ওয়েটার সম্পদগুলো ইউনিটি ব্যবহার করবে।

এ বিভাগের আরো খবর