বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বিয়ে কেন করে’ না বোঝা মালালা করলেন বিয়ে

  •    
  • ১০ নভেম্বর, ২০২১ ০৯:০৪

বিয়ের খবর জানিয়ে মালালা লেখেন, ‘আজকের দিনটি আমার জীবনে খুবই মূল্যবান। অ্যাসার ও আমি একে অপরের জীবনসঙ্গী হয়েছি। বার্মিংহামে আমাদের বাড়িতে ছোট পরিসরে পরিবারের সঙ্গে নিকাহ অনুষ্ঠান উদযাপন হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। একসঙ্গে এই যাত্রার শুরুতে আমরা সত্যিই খুব আনন্দিত।’

‘আমি বুঝি না, মানুষ কেন বিয়ে করে। যদি কাউকে ভালো লাগে ও তাকে সঙ্গী হিসেবে পেতেই চায় তাহলে কেন কিছু দলিলে স্বাক্ষর করতে হবে?’ বিতর্কিত এই মন্তব্য করা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন।

বিবিসির খবরে বলা হয়, পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা অ্যাসার মালিকের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।

খবরটি নিজেই টুইট করে ও ইনস্টাগ্রামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে জানিয়েছেন মালালা।

গত জুলাইয়ে প্রখ্যাত ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মালালা এমন মন্তব্য করেছিলেন।

বিয়ের খবর জানিয়ে মালালা লেখেন, ‘আজকের দিনটি আমার জীবনে খুবই মূল্যবান। অ্যাসার ও আমি একে অপরের জীবনসঙ্গী হয়েছি। বার্মিংহামে আমাদের বাড়িতে ছোট পরিসরে পরিবারের সঙ্গে নিকাহ অনুষ্ঠান উদযাপন হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। একসঙ্গে এই যাত্রার শুরুতে আমরা সত্যিই খুব আনন্দিত।’

২৪ বছর বয়সী মালালা বিয়েতে খুব সাধারণ একটি গোলাপি পোশাক পরেছিলেন। সঙ্গে সাধারণ গয়না। তার স্বামী অ্যাসার মালিক ম্যাচিং স্যুট-টাই পরেছিলেন।

অ্যাসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার।

২০১২ সালে পাকিস্তানে তালেবান মালালা ইউসুফজাইকে মাথায় গুলি করার পর তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট মিডল্যান্ডে আশ্রয় পান।

সে সময় মালালার বয়স ছিল ১৫ বছর। পাকিস্তানে নারীর শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে তালেবানের রোষানলে পড়েন। দেশটির সোয়াত উপত্যকায় একটি বাসে থাকা অবস্থায় তাকে গুলি করে তালেবান। মাথায় গুলিবিদ্ধ হলেও অল্পের জন্য বেঁচে যান তিনি।

এরপর থেকেই তিনি বার্মিংহামে আশ্রয় পান এবং সেটি তার দ্বিতীয় বসত হিসেবে পরিচিতি পায়।

১৭ বছর বয়সে ২০১৪ সালে তিনি সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান।

পরে মালালা পড়াশোনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

এ বিভাগের আরো খবর